Advertisement
ওজন কমাতে সুডৌল স্তনে অস্ত্রোপচার! এ কী কাণ্ড লাস্যময়ী শার্লিনের?
হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন শার্লিন?
বলিউডের মডেল-অভিনেত্রী শার্লিন চোপড়া, বিভিন্ন সময় উঠে এসেছেন চর্চায়। আর তাঁর এই চর্চায় উঠে আসার একমাত্র কারণ তাঁর 'বোল্ডনেস'।
শার্লিনের পোশাক নিয়ে কম আলোচনা হয়নি অতীতে। তবে সেসবে কান দিতে একেবারেই নারাজ তিনি। রাখঢাক না রেখেই খোলামেলা পোশাক পরে লাস্যময়ী হয়ে উঠতেই পছন্দ করেন শার্লিন বরাবর।
বলিউডে বেশ কিছু ছবিতে শার্লিন অভিনয় করলেও সেভাবে দর্শকের মনে দাগ কাটতে পারেননি। তবে তাঁর স্টাইল স্টেটমেন্ট ও শারীরিক গঠনের দৌলতে তিনি উঠে এসেছেন শিরোনামে।
তবে এবার সেই শার্লিনই নিজের চর্চিত চেহারাকে আমূল বদলে ফেলতে চান। নিজেকে আকর্ষণীয় করে তুলতে শরীরে ছুরি-কাঁচি চালিয়েছিলেন শার্লিন।
নিজেকে আকর্ষণীয় দেখাতে অস্ত্রোপচারের মাধ্যমে কৃত্রিম স্তন ইমপ্লান্ট করেছিলেন। সুতরাং, শার্লিনের যে শারীরিক গঠন দেখে এতকাল দর্শক ঘায়েল হয়েছেন তা পুরোটাই কৃত্রিম। এবার শরীর থেকে সমস্ত ফিলার্স ও ইমপ্লান্ট সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন শার্লিন। কিন্তু কেন?
এই নিয়ে চর্চিত মডেল-অভিনেত্রী সোশাল মিডিয়ায় বলেছেন, "২০২৩ সালে আমি আমার মুখের সমস্ত ফিলার্স সরিয়ে ফেলেছিলাম আসল আমিতাকে দেখার জন্য। এবার আমার শরীর থেকে কৃত্রিম স্তনও সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।"
শার্লিন আরও বলেন, "আমি এটা করে কোনওভাবেই সিলিকন ইমপ্লান্ট করার বিষয়টিকে ভুল প্রমাণ করতে চাই না। এটা একেবারেই নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু আমি চাই আমি যেমন নিজেকে ঠিক সেভাবেই গ্রহণ করতে। আমার শরীর থেকে বাড়তি ওজন সরিয়ে ফেলার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি।"
একইসঙ্গে শার্লিন এও বলেন যে, বেশ কিছুদিন ধরেই নাকি তাঁর নানা শারীরিক জটিলতা দেখা গিয়েছিল। পিঠ, বুক, কাঁধ ও ঘাড়ে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলেন তিনি। আর এগুলির একটাই কারণ কৃত্রিমভাবে শরীরে ভারী স্তন ইমপ্লান্ট। তাই এবার কৃত্রিমতাকে দূরে সরিয়ে রেখে স্বাভাবিক জীবনের ছন্দে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শার্লিন। ছবি: ইনস্টাগ্রাম
Published By: Arani BhattacharyaPosted: 06:07 PM Nov 12, 2025Updated: 06:07 PM Nov 12, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
