Advertisement
প্রাতঃস্মরণীয়! আমেরিকায় নিলামে খাঁটি সোনার টয়লেট, দাম জানলে চোখ কপালে উঠবে
টয়লেটটি ব্যবহার করেছেন ১ লক্ষের বেশি মানুষ!
শখের অলঙ্কার নয়, বরং বলা যেতে পারে 'বিত্তের অহংকার'। তারই নজির হিসেবে সমাজকে বার্তা দিতে তৈরি হয়েছিল সোনার টয়লেট। বাড়াবাড়ি রকমের সেই বাহুল্যই এবার উঠছে নিলামে। একেবারে খাঁটি সোনা দিয়ে তৈরি সেই টয়লেট বিশ্বজুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, অভিনব এই সোনার টয়লেট সিট তৈরি করেছেন ইতালির শিল্পী মাউরিজিও ক্যাটেলান। তাঁর এই শিল্পকর্মের একটি নামও দিয়েছেন তিনি। তা হল, 'আমেরিকা'।
জানা যাচ্ছে, আমেরিকার নিউইয়র্কের সোথবি নিলাম ঘরে নিলামে তোলা হচ্ছে টয়লেটটি। ১৮ নভেম্বর হতে চলা নিলামে এর প্রাথমিক দাম রাখা হয়েছে ১০ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮৩ কোটি টাকা।
সোনার টয়লেটের প্রস্তুতকার ক্যাটেলান বলেন, "এই টয়লেট সমাজের জন্য এক বিশেষ বার্তা। তা হল, বিপুল অর্থের অধিকারী হয়ে বিলাসবহুল জীবনযাপনে আদতে কোনও লাভ নেই। টয়লেট সোনা দিয়ে হোক বা মাটির। তার কিন্তু একই। এটি এমন একটি শিল্প যা সমাজের উচ্চ-নিচ, ধনী ও দরিদ্রের মধ্যে পার্থক্য তুলে ধরে।
তথ্য অনুযায়ী, এই টয়লেট সিট তৈরি করতে ব্যবহৃত হয়েছে ১০১ কেজি সোনা। এই টয়লেট শুধু শোপিস নয়, রীতিমতো ব্যবহারযোগ্য। ২০১৬ সালে তৈরি হওয়া এই টয়লেটটি গুগেনহাইম জাদুঘরে স্থাপন করা হয় এবং জনগণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। তারপর থেকে এক লক্ষের বেশি মানুষ এটি ব্যবহার করেছিল। ডোনাল্ড ট্রাম্পকে প্রস্তাব দেওয়া হয়েছিল এটি হোয়াইট হাউসে রাখার জন্য। যদিও তিনি তা প্রত্যাখ্যান করেন।
২০১৯ সালে এমন এক টয়লেট রাখা হয়েছিল ব্লেনহাইম প্যালেসে যা পরে চুরি হয়ে যায়। চুরি যাওয়া সেই টয়লেট নিয়ে বিশ্বজুড়ে শুরু হয় চর্চা। পরে দুজনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হলেও টয়লেট উদ্ধার হয়নি। যদিও আমেরিকা নামের এই টয়লেটটির দুটি সংস্করণ তৈরি করেছিলেন ক্যাটেলান। ২০১৭ সালে জনৈক এক ব্যক্তি সেটি কিনে নেন। দ্বিতীয় সংস্করণটি উঠছে নিলামে।
Published By: Amit Kumar DasPosted: 10:40 PM Nov 01, 2025Updated: 10:40 PM Nov 01, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
