Advertisement
বর্ষশেষের পার্টি জমে উঠুক শাহরুখ-রণবীরদের ব্র্যান্ডের মদে, জানেন কোনটির মালিক কোন তারকা?
তারকাদের ব্র্যান্ডের পাণীয়তে চুমুক দেবেন নাকি?
সিনেদুনিয়া থেকে ক্রীড়াজগতের তারকাদের প্রায়শই পাণীয় সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দেখা যায়। তবে বেশ কজন প্রথমসারির তারকা আবার নিজস্ব অ্যালকোহলের ব্র্যান্ডই খুলে ফেলেছেন। সেই তালিকায় ব্যবসার নীরিখে নিঃসন্দেহে শাহরুখ খানের নাম শীর্ষে। ছেলে আরিয়ান খানের সঙ্গে যৌথ উদ্যোগে 'ডিয়াভল' নামক এক পাণীয়ের ব্র্যান্ড খুলেছেন কিং খান। সংশ্লিষ্ট সংস্থার সিঙ্গল এস্টেট ভডকা, ইনসেপশন এবং ভর্টেক্স বেশ জনপ্রিয়।
বছরশেষে গোটা সপ্তাহজুড়ে সেলিব্রেশনের সময়। এসময়ে বছরভরের চেনা ব্র্যান্ডের মদে গলা না ভিজিয়ে বরং সঞ্জয় দত্তের 'স্কচ' ব্র্যান্ড বেছে নিতে পারেন। স্কটল্যান্ডে তিন বছর ধরে দক্ষ হাতে এই স্কচ তৈরি করা হয়। বিগত ৬-৭ মাসে নাকি শুধু উত্তর-পশ্চিম ভারতেই সাড়ে সাত লক্ষ স্কচের বোতল বিক্রি করেছে সঞ্জয় দত্তের পাণীয় সংস্থা। দামও সাধ্যের মধ্যেই। বোতল প্রতি কিনতে খরচ হবে মোটে ১,৫০০-১,৬০০ টাকা।
ভারতের প্রথম টাকিলা ব্র্য়ান্ড নিয়ে এসেছেন দক্ষিণী সুপারস্টার রানা ডাগ্গুবাতি এবং সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। যে ব্র্যান্ডের নাম 'লোকা লোকা'। এই টাকিলার মূল বৈশিষ্ট্য, পাণীয়ে চুমুক দিলেই হালকা ইন্দো-মেক্সিকান মশলার মতো স্বাদ পাওয়া যাবে।
ভূ-ভারতের কোনও সেলেবেরই যখন ধারণা ছিল না যে অ্যালকোহলের ব্যবসা হতে পারে, সেসময়ে ড্যানি ডেনজংপা সিকিমে নিজস্ব পাণীয় সংস্থা খুলেছিলেন। আর আজ তাঁর পাণীয় সংস্থা ইউকসুম ব্রিউয়ারিজ ভারতের তৃতীয় বৃহত্তম বিয়ার উৎপাদনকারী সংস্থা। যা ১০০ কোটি টাকার ব্যবসা দিয়ে সিকিমের স্থানীয় অর্থনীতিতে অবদান রেখেছে।
বছর খানেক আগে ক্রিকেট আইকন যুবরাজ সিংও নিজস্ব অ্যালকোহল ব্র্যান্ড 'ফিনো' নিয়ে মাঠে নেমেছেন। মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, গোয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে বিক্রি হয় এই ব্র্যান্ডের টাকিলা।
ফিল্মি কেরিয়ারের মন্দা বাজারে নিজস্ব অ্যালকোহলের ব্র্যান্ড নিয়ে এসেছেন রণবীর সিং। রঙ্গিলা হল একটি ট্রিপল-ডিস্টিলড ভারতীয় ভদকা। বছরশেষে এই পাণীয়তে চুমুক দিলেই কিন্তু চারদিক রঙিন মনে হবে!
Published By: Sandipta BhanjaPosted: 06:33 PM Dec 25, 2025Updated: 06:33 PM Dec 25, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
