Advertisement
কেউ 'সিক্রেট সান্টা', কারও জীবনের স্পেশাল বড়দিন, দেখুন তারকাদের ক্রিসমাস উদযাপনের ছবি
তারকাদের রঙিন বড়দিন।
বড়দিন, কেক খেয়ে, সপরিবারে ক্রিসমাস ট্রি সাজিয়ে আনন্দে মেতেছেন টলি ও বলিপাড়ার তারকারা। স্বামী জাহির ইকবালের সঙ্গে বড়দিন উদযাপনে মেতেছেন সোনাক্ষী সিনহাঁ। লাল-সাদা পোশাকে সেজেছেন এদিন তাঁরা।
সন্তান আসার পর প্রথম বড়দিন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার। স্বামীর সঙ্গে এই বছরের বড়দিনে জমিয়ে উদযাপন করেছেন পরিণীতি। সোশাল মিডিয়ায় চোখ রাখতেই মিলল তার ঝলক।
পিছিয়ে নেই টলিপাড়াও। ছেলে ঈশানের সঙ্গে লাল পোশাকে সেজে বাড়িতে সাজানো ক্রিসমাস ট্রিয়ের সামনে বসে মজার পোজে ছবি তুলে পোস্ট করেছেন টলি নায়িকা নুসরত জাহান।
নায়িকা মিমির বড়দিনটা আবার একটু অন্যরকম এবছর। দুস্থ শিশুদের সিক্রেট সান্টা হয়ে এবছর ধরা দিয়েছেন তিনি। উপহার, ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁদের।
বিয়ের পর প্রথম বড়দিন উদযাপন করলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। সদ্য বিবাহিতা অভিনেত্রী এখন রয়েছেন স্বামীর সঙ্গে বিদেশেই। আর সেখান থেকেই বড়দিন উদযাপনের নানা ছবি ভাগ করে নিয়েছেন সোশাল মিডিয়ায়।
একরত্তি ধীরের সঙ্গে রংমিলান্তি পোশাকে সেজে বড়দিনের বড় সেলিব্রেশনে মেতেছেন গৌরব চক্রবর্তী ও রিধিমা ঘোষ।
বাদ যাননি টলিপাড়ার 'হ্যাপেনিং' প্রেমিকযুগল কৌশানী মুখোপাধ্যায় ও বনি সেনগুপ্ত। পোষ্যকে সঙ্গে নিয়ে লাল পোশাকে সেজে আদুরে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।
এসবের মাঝে একটু আলাদাভাবে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী রাইমা সেন। বাথটবে স্বল্পবাসে এদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাইমা।
Published By: Arani BhattacharyaPosted: 05:32 PM Dec 25, 2025Updated: 05:32 PM Dec 25, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
