Advertisement
ক্রিসমাস ইভে শহরে আলোর মেলা, চার্চে বিশেষ প্রার্থনায় মমতা
পার্ক স্ট্রিট থেকে বো বারাক সর্বত্র লোকে লোকারণ্য।
বর্ষশেষের আনন্দে উন্মত্ত বাংলা। ক্রিসমাস ইভে আলোয় সেজেছে গোটা শহর। পার্ক স্ট্রিট থেকে বো বারাক সর্বত্র লোকে লোকারণ্য।
শীতের কাঁপুনি যেন নিমেষে উধাও। চেনা রাতের কলকাতার একেবারে ভোলবদল। রংবেরঙের পোশাক পরা মানুষের ভিড়। জায়গায় জায়গায় খাবারের স্টল। কোথাও বিকোচ্ছে হেয়ার ব্যান্ড তো কোথাও সান্তার টুপি। সবমিলিয়ে যেন অন্যরকম চেহারা।
রাত যত বাড়ছে ততই যেন ভিড় বাড়ছে তিলোত্তমার পথেঘাটে। প্রিয়জনের সঙ্গে পার্ক স্ট্রিটে পথচলতি মানুষের ভিড়। কেউবা ক্রিসমাস ইভে বন্ধুবান্ধবদের সঙ্গে চুটিয়ে মজায় ব্যস্ত। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই কলকাতার অলিগলিতে নিরাপত্তা আঁটসাঁট করেছে পুলিশ।
ইতিমধ্যে আবার পর্তুগিজ চার্চে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থনার আগে চার্চে একাধিক রীতিনীতিতে অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে। ছবি: পিণ্টু প্রধান।
এবার অবশ্য প্রথম নয়। এর আগেও একাধিকবার ক্রিসমাস ইভে চার্চে যেতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। সম্প্রীতির বার্তা দিয়ে প্রত্যেক উৎসবের গা ভাসাতে দেখা যায় তাঁকে।
সোশাল মিডিয়াতেও রাজ্যবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানান মমতা। নিজের লেখা গান পোস্টও করেন তিনি। বিশ্বশান্তির বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী।
Published By: Sayani SenPosted: 10:46 PM Dec 24, 2025Updated: 10:49 PM Dec 24, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
