Advertisement
'বিয়ের ফুল ফুটলে...', বিবাহ থেকে প্রেম নয়া বছরে সঙ্গী খুঁজে পাবেন এই রাশির জাতক-জাতিকারা!
তালিকায় কোন কোন রাশি?
কথায় বলে জন্ম-মৃত্যু-বিয়ে তিন বিধাতা নিয়ে। অর্থাৎ এতে আমাদের হাত থাকে না। সব আগে থেকেই ধার্য। কিন্তু বিয়ের ফুল ফুটলে, বিয়ের বাজানা বাজতে কেউ আটকাতে পারে না। এই কথাও সত্যি।
কেউ হলফ লাগিয়ে বিয়ের কথা বলতে না পারলেও, জ্যোতিষশাস্ত্র বিবাহের আভাস দিতে পারে। ২০২৫ সাল শেষের পথে। নতুন আলো নিয়ে আসবে ২০২৬। জ্যোতিষশাস্ত্রের মতে, ২০২৬ সালে বেশ কয়েকটি রাশির বিয়ের যোগ রয়েছে বলে মনে করছেন তাবড় জ্যোতিষীরা।
তবে সমস্তটাই নির্ভর করে জাতক-জাতিকার কুন্ডলী ও হস্তরেখার উপর! তবু রাশি চক্রের সামগ্রিক গতির উপর নির্ভর করে মনে করা হচ্ছে, মিথুন, সিংহ, কন্যা, কুম্ভ ও কর্কট রাশির জাতক-জাতিকারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন, বলে মনে করা হচ্ছে।
মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকাদের ২০২৬ সালে বিবাহযোগ তৈরি হয়েছে বলে জানাচ্ছেন জ্যোতিষীরা। তাছাড়াও এই রাশির যে জাতক-জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁদের প্রেম আরও দৃঢ় হবে। প্রেমের জোয়ারে ভাসবেন এরা।
সিংহ রাশি: এই রাশির যে সমস্ত জাতক-জাতিকারা দীর্ঘদিন প্রেমের সম্পর্কে রয়েছেন, তাঁদের প্রেম পূর্ণতা পাবে বলে মনে করা হচ্ছে। অনেকে নতুন করে প্রেমের সম্পর্কে জড়াতে পারেন বলে অনুমান।
কন্যা রাশি: কন্যা রাশির যে সমস্ত জাতক-জাতিকারা দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চেষ্টা করছেন, তাঁদের কপালে শিঁকে ছিড়তে পারে। শুধু তাই নয়, প্রেমিকা বা স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতি হবে।
Published By: Subhankar PatraPosted: 12:29 AM Dec 25, 2025Updated: 12:29 AM Dec 25, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
