Advertisement
সুপারহিট ঈশান, ফ্লপ সঞ্জু! কিউয়িদের বিরুদ্ধে পাওয়া গেল ভারতের বিশ্বকাপ জয়ের ব্লু-প্রিন্ট?
তিলক বর্মা ফিরলে অপ্রতিরোধ্য হয়ে নামবেন সূর্যকুমাররা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ আগেই জিতে নিয়েছিল ভারত। পঞ্চম টি-টোয়েন্টিতেও জিতল ভারত। এবার সোজা বিশ্বকাপ অভিযানে গতবারের চ্যাম্পিয়ন। তার আগে দেখে নেওয়া যাক টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটাররা কেমন ফর্মে?
সঞ্জু স্যামসন: ব্যর্থতার ধারা অব্যাহত সঞ্জু স্যামসনের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ম্যাচে তাঁর মোট রান ৪৬। প্রশ্ন উঠতে শুরু করেছে, আদৌ বিশ্বকাপে প্রথম একাদশে সুযোগ পাবেন তো?
অভিষেক শর্মা ও ঈশান কিষান: ভারতের অন্যতম প্রধান অস্ত্র অভিষেক। এই সিরিজে দুটি হাফসেঞ্চুরি আছে। তবে রান তাড়ার ক্ষেত্রে ধারাবাহিকতার সমস্যা আছে। অন্যদিকে দীর্ঘদিন বাইরে থাকার পর এই সিরিজে ফিরে রান পেয়েছেন ঈশান। আর শেষ টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে প্রথম একাদশে জায়গাও প্রায় নিশ্চিত করে ফেলেছেন।
সূর্যকুমার যাদব: এই সিরিজের আগে ফর্মে ছিলেন না ভারতীয় অধিনায়ক। তবে নিয়মিত বড় রান পাচ্ছেন। পঞ্চম টি-টোয়েন্টিতেও হাফ সেঞ্চুরি করেছেন। যা ভারতের জন্য বিরাট স্বস্তির।
তিলক বর্মা ও ওয়াশিংটন সুন্দর: বিজয় হাজারের ম্যাচ খেলতে নেমে তলপেটে ব্যথা অনুভব করেন তিনি। চিকিৎসকদের পরামর্শ মেনে অস্ত্রোপচারও হয় তাঁর। তবে যাবতীয় আশঙ্কা উড়িয়ে ফিট হওয়ার মুখে তিলক। তবে ওয়াশিংটন সুন্দরের অবস্থা এখনও জানানো হয়নি।
হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবে: ভারতীয় দলের 'মেরুদণ্ড' দুই অলরাউন্ডার। তবে পাণ্ডিয়া এই সিরিজে বেশি ব্যাট করার সুযোগ পাননি। অন্যদিকে ব্যাট হাতে আগুনে ফর্মে আছেন তিলক। চতুর্থ ম্যাচে ভারত হারলেও ৬৫ রানের অনবদ্য ইনিংস খেলে যান।
রিঙ্কু সিং ও অক্ষর প্যাটেল: ফিনিশারের ভূমিকায় রিঙ্কু ছাড়া কাউকে ভাবাই যায় না। এই সিরিজে যে কটা ইনিংস খেলেছেন, সেগুলোতেই প্রমাণ করেছেন। তাছাড়া ফিল্ডিংয়ে রান বাঁচাবেন। সেই তুলনায় চোটের জন্য খুব বেশি সুযোগ পাননি অক্ষর। তবে দরকারের সময় ঠিকই জ্বলে ওঠেন ভারতীয় অলরাউন্ডার।
বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব: ভারতের স্পিন বিভাগের প্রধান শক্তি বরুণ। কিন্তু কুলদীপকে নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। দেশের মাটিতে বিশ্বকাপে সাফল্য পেতে স্পিন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।
হর্ষিত রানা ও অর্শদীপ সিং: সমালোচনা হলেও হর্ষিত নিয়মিত পারফর্ম করছেন। কিন্তু রান দেওয়ার সমস্যা থেকেই যাচ্ছে। একই কথা বলা যায় অর্শদীপ সম্পর্কেও। তবে শেষ ম্যাচে তিনি ৫ উইকেট তুলেছেন। বিশ্বকাপে হয়তো এঁদের মধ্যে একজন খেলবেন। যেই খেলুন না কেন, তাঁকে উইকেট তুলতে হবে।
Published By: Arpan DasPosted: 10:51 PM Jan 31, 2026Updated: 10:51 PM Jan 31, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
