Advertisement
শরীরী ভাষায় 'আরব্য রজনী'র হাতছানি! মুম্বইবাসী এই বঙ্গকন্যার রূপের আগুনে ছ্যাঁকা খাচ্ছে নেটপাড়া
বঙ্গকন্যা টিনা দত্তর বোল্ড লুকের এই ছবিগুলি দেখেছেন?
একসময়ে টেলিভিশনের পর্দায় ছিল তাঁর নিত্য আসা যাওয়া। বাংলা ও হিন্দি টেলিভিশনে তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে। তিনি বঙ্গকন্যা টিনা দত্ত।
এবার এক্কেবারে নতুন লুকে ধরা দিলেন তিনি। তার সাজ দেখে মনে হচ্ছে যেন 'আরব্য রজনী'র হাতছানি। আর সেই লুকেই ঘায়েল নেটপাড়া। নেটিজেনরা টিনার এই লুকে রীতিমতো চমকে গিয়েছেন।
কালো পোশাকের সঙ্গে মানানসই মেকআপ ও হেয়ারস্টাইলে নজর কেড়েছেন অভিনেত্রী। সঙ্গে নজর কেড়েছে তাঁর শরীরী বিভঙ্গী।
Published By: Arani BhattacharyaPosted: 10:03 PM Jul 05, 2025Updated: 10:06 PM Jul 05, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
