Advertisement
Nusrat Jahan: বসিরহাটে ফের জনসংযোগ নুসরতের, কোমর বেঁধে রাঁধলেন কালীপুজোর ভোগ
টাকিতে সেলফি পয়েন্টের উদ্বোধনও করেন নুসরত।
সাজগোজে তেমন চাকচিক্য নেই। পরনে অফ হোয়াইট এবং লাল রংয়ের মিশেলে সিল্কের শাড়ি। সাধারণ মানুষের মাঝে মিশে গেলেন অপরূপা নুসরত।
বিশাল খুন্তি হাতে ভোগের খিচুড়ি রান্নার সময় বেশ খোশমেজাজেই দেখা গেল তাঁকে। হেসে সকলকে জিজ্ঞাসা করেন, "কি পারলাম তো?" উত্তরে অবশ্য সকলেই তাঁর প্রশংসা করেন। বলেন, "হ্যাঁ, দিদি পেরেছেন। ধন্যবাদ দিদি।"
ধর্মীয় ভেদাভেদে কখনই বিশ্বাসী নন নুসরত। এর আগে রথের রশি টেনে এবং অষ্টমীতে অঞ্জলি দিয়ে সমালোচনার শিকার হন তিনি।
কটাক্ষে কিছুই যায় আসে না তারকা সাংসদের। কারণ, নুসরত বরবারই বাঁচেন নিজের শর্তে। কালীপুজোর ভোগ রান্না করে সমালোচকদেরই যে যোগ্য জবাব দিলেন তিনি, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
Published By: Sayani SenPosted: 11:13 AM May 29, 2022Updated: 11:44 AM May 29, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ