Advertisement
'বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়...', নিত্যদিন রাফ অ্যান্ড টাফ লুকে নেটপাড়া কাঁপাচ্ছেন দেব
'এমনি'ই চমকে দিচ্ছেন টলিউড সুপারস্টার।
রাজনীতির ময়দান থেকে শুরু করে বড় পর্দা-- দেব যেন সাক্ষাৎ এক চরিত্র। বাংলা সিনেদুনিয়ার প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম তিনি। ২০০৬ সালে বাংলা ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ দেবের।
আর এই দু’দশকে সিনেজগতে দেবের বিবর্তন নজরে পড়ার মতো। ছকভেঙে যেভাবে একের পর এক চরিত্রে ধরা দিচ্ছেন, তা নিঃসন্দেহে প্রত্যক্ষ করার মতো।
‘পাগলু’ কিংবা ‘দুই পৃথিবী’র সুপারস্টার বছরখানেক ধরে যেভাবে ছক ভেঙে ক্যামেরার সামনে ধরা দিচ্ছেন, তাতে মুগ্ধ হয়েছেন সিনে-সমালোচকরাও। যে কোনও চরিত্র আত্মস্থ করতেও কোনওরকম কসরত বাকি রাখেননি তিনি। সে গোলোন্দাজ হোক কিংবা রঘু ডাকাত, সব লুকেই চমক দিয়েছেন তিনি।
ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘রঘু ডাকাত’ দেবকে নিয়ে উন্মাদনার অন্ত নেই। পঁচিশের দুর্গাপুজোর জন্য মুখিয়ে বসে রয়েছেন দেব ভক্তরা। তার প্রাক্কালেই 'এমনি' এমনি ছক্কা হাঁকাচ্ছেন তিনি।
Published By: Sandipta BhanjaPosted: 09:33 PM Jun 12, 2025Updated: 09:13 AM Jun 13, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
