Advertisement
'ভেড়িয়া'র প্রচারে কলকাতায় বরুণ-কৃতী, ছবিতে দেখুন তারকা জুটির কীর্তি
নায়ক-নায়িকার সঙ্গে ছিলেন বাংলা অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগামী শুক্রবার মুক্তি পাবে 'ভেড়িয়া'। তার প্রচারেই শহরে এসেছিলেন বরুণ ধাওয়ান, কৃতী স্যানন। দু'জনের সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে গিয়েছিলেন বরুণ, কৃতী এবং অভিষেক। তিনজনকে দেখে উচ্ছ্বসিত ছিলেন পড়ুয়ারা।
প্রচারে বরুণ ধাওয়ানের জুড়ি মেলা ভার। এমন কথা বলিউডে প্রচলিত। সেকথাই যেন এদিন আবারও প্রমাণিত হল। হাত বাড়িয়ে অনুরাগীদের অভিবাদন গ্রহণ করলেন তারকা।
Published By: Suparna MajumderPosted: 06:57 PM Nov 22, 2022Updated: 08:17 PM Nov 22, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
