Advertisement
ফের শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি, প্রথম ভারতীয় হিসাবে অনন্য নজির রাহুলেরও
বুধবারই ওয়ানডে ক্রমতালিকায় শীর্ষস্থানে পৌঁছেছেন বিরাট।
আগের ম্যাচে শেষদিকে ব্যাট করতে নেমেছিলেন। ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন। বুধবার ছক্কা মেরে প্রথম ভারতীয় হিসাবে অনন্য নজির গড়লেন কে এল রাহুল।
রানমেশিন থেকে রেকর্ড ব্রেকার হয়ে বিরাট কোহলিও বুধবার ফের নতুন নজির গড়লেন। ভেঙে দিলেন শচীন তেণ্ডুলকরের রেকর্ড। তবে রেকর্ড গড়লেও এদিন বড় রান আসেনি কিং কোহলির ব্যাট থেকে।
বুধবারের রাজকোটে মাত্র ১১৮ রানে চার উইকেট হারিয়ে ভারত যখন ধুঁকছে, সেই সময় মাঠে নামেন ভারতের নতুন ‘মিস্টার ডিপেন্ডেবল’। সেঞ্চুরি হাঁকিয়ে, নটআউট থেকে ভারতকে সম্মানজনক স্কোরে পৌঁছে দিলেন রাহুল। ফাইল ছবি।
অন্যদিকে বুধবারই ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পৌঁছেছেন বিরাট। সেদিনই মাঠে নেমে 'গুরু' শচীনের রেকর্ড ভেঙে দিলেন। ওয়ানডেতে সর্বাধিক রান করা ভারতীয় ক্রিকেটার হিসাবে নজির ছিল মাস্টার ব্লাস্টারের। সেই রেকর্ডের নতুন মালিক হলেন বিরাট। ফাইল ছবি।
বুধবার রেকর্ড গড়া দুই নায়ককে অবশ্য বেশিক্ষণ একসঙ্গে ব্যাট করতে দেখা যায়নি। মাত্র তিন রানের পার্টনারশিপ হয় রাহুল-বিরাটের মধ্যে। তারপর ২৩ রানে আউট হয়ে যান কোহলি। ফাইল ছবি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বুধবার সেঞ্চুরি হাঁকিয়ে রাহুল এমন এক নজির গড়লেন, যে রেকর্ড নেই স্বয়ং মহেন্দ্র সিং ধোনিরও। কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডেতে আজ পর্যন্ত কোনও ভারতীয় উইকেটকিপার শতরান করেননি।
সিরিজের প্রথম ম্যাচে ৯৩ রানে আউট হয়ে গিয়েছিলেন বিরাট। মাত্র এক রানের জন্য শচীনের আরেক নজির ভাঙা হয়নি। দ্বিতীয় ম্যাচে প্রথম রানটি করেই ইতিহাস গড়ে ফেলেন কোহলি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান রয়েছে অজি কিংবদন্তি রিকি পন্টিংয়ের। ৫১ ম্যাচে ১৯৭১ রান করেছেন তিনি। কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডেতে বিরাটের সংগ্রহ ১৭৭৩ রান। তৃতীয় স্থানে নেমে গিয়েছেন শচীন। ফাইল ছবি।
গতবছর থেকেই জাতীয় দলের জার্সিতে বেশ ভালো ফর্মে রয়েছেন রাহুল। ওয়ানডেতে ফিনিশার হিসাবে আগ্রাসী ইনিংস খেলছেন। তবে বুধবার অদ্ভুত পিচে কঠিন পরিস্থিতিতে দলের স্বার্থে ইনিংস গড়লেন ভারতীয় ক্রিকেটের নতুন 'মিস্টার ডিপেন্ডেবল'। ফাইল ছবি।
Published By: Anwesha AdhikaryPosted: 08:54 PM Jan 14, 2026Updated: 08:57 PM Jan 14, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
