Advertisement
এক বছরে চারবার, রাজকোটেও মাঠে ঢুকে 'ঈশ্বর'কে আলিঙ্গন কোহলিভক্তের, নিরাপত্তা নিয়ে বিরাট প্রশ্ন
হাজতবাস, মামলার গেরো, নিরাপত্তারক্ষীদের মার, কিছুই দমাতে পারছে না বিরাট ভক্তদের।
শহর বদলায়, পালটে যায় দিন। কিন্তু একইরকম থাকেন বিরাট কোহলি। তাঁর প্রতি আমজনতার শ্রদ্ধা, ভালোবাসাতেও বদল ঘটে না। বারবার বিরাটকে ছুঁয়ে দেখতে মাঠে ঢুকে পড়ছেন 'ভক্ত'রা। প্রশ্ন উঠছে কিং কোহলির নিরাপত্তা নিয়েও।
ইডেন, রাঁচি, রায়পুরের পর এবার রাজকোটেও একই কাণ্ড। কিং কোহলিকে একটিবার ছুঁয়ে দেখার জন্য মাঠে ঢুকে পড়লেন এক বিরাটভক্ত। কোহলি তখন ফিল্ডিং করছিলেন শর্ট মিড অনে। নিরাপত্তা বেষ্টনীকে বুড়ো আঙুল দেখিয়ে সটান চলে গেলেন বিরাটের একেবারে কাছাকাছি।
অবশ্য এবার আর হতভম্ব হয়ে যাননি বিরাট। ভক্তকে ছুটে আসতে দেখে ইশারায় তাঁকে শান্ত হতে বলেন ঈশ্বর। কাছে এলে ওই ভক্তের সঙ্গে করমর্দন করেন কোহলি। তাঁকে জড়িয়েও ধরেন। বিরাটের সেই আচরণ মুগ্ধ করেছে নেটদুনিয়াকে।
ততক্ষণে মাঠের নিরাপত্তারক্ষীরা চলে এসেছেন। তবে ভক্তের যেন কোনও ক্ষতি না হয়, সেটা নিশ্চিত করতে সচেষ্ট হন বিরাট। কোহলি নিরাপত্তারক্ষীদের বলেন ওই যুবককে সাবধানে নিয়ে যেতে। সেই মতো কোনও রকম জোরাজুরি না করে ধীরে ধীরেই নিয়ে যান।
২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে অহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যখন ব্যাট করছিলেন বিরাট তখনও আচমকা মাঠে ঢুকে যান এক ভক্ত। বিশ্বকাপ ফাইনালের মতো ম্যাচে নিরাপত্তা বিঘ্নিত হয়। তাঁর মুখে একটি রুমাল বাঁধা ছিল। সঙ্গে ছিল প্যালেস্টাইনপন্থী স্লোগান লেখা টি-শার্ট। তিনি ঢুকে কোহলিকে জড়িয়ে ধরেন।
এর পর সাম্প্রতিককালের সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটে যায় ইডেন গার্ডেন্সে। আইপিএল ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়েন বিরাটভক্ত ঋতুপর্ণ পাখিরা। মাঠে ঢুকে বিরাট কোহলির পা ধরে প্রণাম করেন আঠারো বছরের তরুণ। পরে ‘ক্রিমিনাল ট্রেসপাসিং’ সেকশনে গ্রেপ্তার করা হয় ওই বিরাটভক্তকে।
ঋতুপর্ণ পাখিরাকে রাত কাটাতে হয় হাজতে। কিন্ত তাতেও দমে যাননি বিরাট ভক্তরা। ডিসেম্বরের শুরুতে রাঁচিতেও একই ঘটনা ঘটে। রাঁচিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করেন বিরাট। তারপরেই দৌড়ে মাঠে ঢুকে পড়ে তাঁর পায়ে লুটিয়ে পড়েন এক ভক্ত। জানা গিয়েছে, সেই ভক্ত আসলে আরামবাগের পুড়শুড়ার বাসিন্দা। নাম শৌভিক মুর্মু। তাঁকেও আটক করে রাঁচি পুলিশ।
পর পর দুই 'ভক্ত' বিরাটকে ছুঁয়ে দেখার আর্তিতে হাজতে বাস করতে বাধ্য হন। কিন্ত তাতেও দমেনি বাকিদের উৎসাহ। এই ঘটনার দিন তিনেক বাদেই রায়পুরের মাঠে ফের মাঠে ঢুকে পড়েন আরেক কোহলি ভক্ত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তখন সদ্য সেঞ্চুরি পূরণ করেছেন বিরাট। ওভার শেষে জলপানের বিরতির সময়েই ওই যুবক মাঠে ঢুকে পড়েন। বিরাটের পা জড়িয়ে ধরেন। পরে অবশ্য নিরাপত্তারক্ষীরা সরিয়ে নিয়ে যান ওই বিরাটভক্তকে।
Published By: Subhajit MandalPosted: 10:48 AM Jan 15, 2026Updated: 11:10 AM Jan 15, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
