Advertisement
মকর সংক্রান্তির আকাশে পেটকাটি-চাঁদিয়াল! অমিতাভ নাকি শাহরুখ-সলমন, ঘুড়ি ওড়ানোয় কোন তারকা এগিয়ে?
দেশের বিভিন্ন প্রান্তে এদিন পালিত হয় নানা ধরনের পার্বণ। যা জায়গা বিশেষে বদলে যায় শুধু। এই তালিকায় রয়েছে 'কাইট ফেস্টিভ্যাল'ও।
মকর সংক্রান্তি মানেই তাতে যোগ হবে বিশেষ কিছু মাত্রা। একদিকে যেমন পিঠে পায়েস তেমনই দেশের বিভিন্ন প্রান্তে এদিন পালিত হয় নানা ধরনের পার্বণ। যা জায়গা বিশেষে বদলে যায় শুধু। এই তালিকায় রয়েছে 'কাইট ফেস্টিভ্যাল'ও। এদিন আকাশ জুড়ে দেখা যায় শুধুই রঙিন ঘুড়ি। পেটকাটি, চাঁদিয়াল আরও কত কি।
সেই 'কাইট ফেস্টিভ্যালে' আমজনতার পাশাপাশি যোগ দেন বলিউডের তারকারাও। শুধুই কি ক্যামেরার সামনে? তার বাইরেও যে অমিতাভ বচ্চন থেকে শাহরুখ-সলমন আসল ঘুড়ি ওড়াতে যে বেশ সিদ্ধহস্ত তা ভালোভাবেই বুঝিয়েছেন এর আগে। যেন বলতে হয়, শুধু বলিউডেরই নয় আসল ঘুড়ির লাটাইও তাঁদেরই হাতে। জানেন কি ঘুড়ি ওড়াতে কতটা ভালো পারেন তাঁরা? বা কতটা ভালোবাসেন?
ছোটবেলার স্মৃতিতে বুঁদ হয়ে মাঞ্জা সুতোয় টান দিতে বলিউডের শাহেনশা বেশ সিদ্ধহস্ত। কে না চায় ছোটবেলায় ফিরে যেতে? আসলে মনের মধ্যে যে শিশুটা বাস করে সে তো একই থাকে। ছবির প্রচারে এসে কিছু বছর আগেও তা ভালোভাবে বুঝিয়েছেন শাহেনশা। এক গাল হাসি নিয়ে আকাশের দিকে তাকিয়ে ঘুড়ি ওড়াতে গিয়ে যেন ফিরে গিয়েছেন তিনি সেই ছেলেবেলায়।
বলিউডের ভাইজান, বাস্তব জীবনে তিনি বেশ পারদর্শী ঘুড়ি ওড়াতে। তবে তাঁর নামের সঙ্গে এই ঘুড়ি ওড়ানোর প্রসঙ্গ উঠলেই খানিক মনে পড়ে যায় তাঁর সেই 'হাম দিল দে চুকে সনম' ছবির ঘুড়ি ওড়ানোর সেই দৃশ্য। এমনকী ২০১৪ সালে গুজরাটে প্রধানমন্ত্রীর সঙ্গে গুজরাটে এমনই এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভাইজান। কাজেই তাঁর পারদর্শীতা নিয়ে আলাদা করে বলার কিছু অপেক্ষা থাকে না।
বলিউডের কিং শাহরুখ খান, জীবনের সব মুহূর্তকে বাঁচতে ভালোবাসেন তিনি। তেমনই ভালোবাসেন ঘুড়ি ওড়াতেও। ঠিক এইভাবেই তাঁকে দেখা গিয়েছিল ২০১৮ সালে 'জিরো ছবির' প্রচারে। ছবির প্রচারে এসে মন দিয়ে ঘুরি উড়িয়েছিলেন কিং খান। বেশ ভালো তাঁর ঘুড়ি ওড়ানোর হাত।
Published By: Arani BhattacharyaPosted: 10:02 PM Jan 13, 2026Updated: 10:02 PM Jan 13, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
