Advertisement
প্রেমে ধোঁকা দেন প্রযোজক! হাতছাড়া বহু সিনেমা, সেই তৃপ্তি এখন ৯০০ কোটির 'বিস্ময় বালিকা'
তৃপ্তিকে ধৈর্য ধরে বলিউডের বাস্তুতন্ত্রে টিকে থাকার লড়াই শিখতে হয়েছে।
চব্বিশ সালে ন্যাশনাল ক্রাশের তকমা ছিনিয়ে নিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তৃপ্তি দিমরি। রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ মুক্তি পাওয়ার পর, ‘ভাবী ২’ নামে যেভাবে শোরগোল ফেলে দিয়েছিলেন তৃপ্তি, সেটা থেকেই বোঝা গিয়েছিল, এই সুন্দরী লম্বা রেসের ঘোড়া! হলও তেমন।
‘অ্যানিম্যাল’ ছবির সাফল্যকে সঙ্গী করে বলিউডের একের পর এক হাই ভোল্টেজ ছবিতে নায়িকা হয়ে জমি শক্ত করেছেন। সেই তৃপ্তিই শাহরুখ, আলিয়া, দীপিকা, ঐশ্বর্যর থেকে কেড়ে নিয়েছেন সেরার মুকুট! হ্যাঁ, ঠিকই পড়েছেন।
তৃপ্তির কামালে একেবারে কাত বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা। ‘ভাবী ২’-এর দুরন্ত ম্যাজিকেই গতবছর আইএমডিবি তালিকায় দেশের সবচেয়ে জনপ্রিয় তারকার আসন ছিনিয়ে নিয়েছিলেন তৃপ্তি দিমরি।
পয়লা আগস্ট মুক্তি পেল তৃপ্তি অভিনীত 'ধড়ক ২'। প্রযোজনায় করণ জোহর। বিপরীতে সিদ্ধান্ত চতুর্বেদী। আর সেই সুবাদেই আবারও চর্চার শিরোনামে তৃপ্তি দিমরি। তবে অভিনেত্রী কিন্তু রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছননি। তার আগে বহু কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে।
বিগত এক দশকে দিনের পর দিন অডিশনে গিয়ে প্রত্যাখ্যাত হতে হয়েছে। মুখের উপর 'না' বলে দিয়েছিলেন বহু কাস্টিং ডিরেক্টর। বহিরাগত হওয়ার সুবাদে বিশেষ সুবিধে পাওয়া দূরের কথা, তৃপ্তিকে ধৈর্য ধরে বলিউডের বাস্তুতন্ত্রে টিকে থাকার লড়াই শিখতে হয়েছে।
এমনকী 'লায়লা মজনু'র জন্য যখন প্রথমবার অডিশন দেন, তখনও তাঁকে প্রত্যাখ্যান করা হয়েছিল। কিন্তু অধ্যবসায়ের জোরেই তৃপ্তি এই জায়গায় পৌঁছন। বর্তমানে ইন্ডাস্ট্রির সবচেয়ে কাঙ্ক্ষিত নামগুলির মধ্যে তিনি একজন। 'অ্যানিম্যাল'-এর আগে 'বুলবুল', 'কোয়ালা'র মতো সিনেমাও করেছেন।
জীবনের প্রথম ছবি 'লায়লা মজনু' বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। তবে পরবর্তীতে রিলিজ করলে সিনেসমালোচকদের প্রশংসা কুড়োয়। শুধুই কি পেশাজীবনে ব্যর্থতা এসেছে তৃপ্তির? আজ্ঞে না।
তৃপ্তি দিমরির ব্যক্তিগত জীবনও সুখের নয়। কেরিয়ারের কঠিন সময়ে তাঁর নাম জড়ায় অনুষ্কা শর্মার প্রযোজক ভাই কর্ণেশ শর্মার সঙ্গে। যদিও তাঁরা মুখে কিছু বলেননি। তবে বলিপাড়ায় কান পাতলেই শোনা যায়,তাঁদের সম্পর্ক নাকি বিয়ে পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু সেই প্রেমও বিদায় নেয় তৃপ্তির জীবন থেকে।
বর্তমানে নাকি তৃপ্তি দিমরি প্রেম করছেন জনপ্রিয় মডেল তথা ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে। যদিও অভিনেত্রী বরাবরই ব্যক্তিগতজীবন লাইমলাইটের আড়ালে রাখেন, তবে এসব খবর কি আর চাপা থাকে?
Published By: Sandipta BhanjaPosted: 05:36 PM Aug 01, 2025Updated: 05:36 PM Aug 01, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
