সুমন করাতি, হুগলি: এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চন্দননগরের পর্বতারোহী পিয়ালী বসাক। কিছুদিন আগেই মাকালু (Makalu) শৃঙ্গ জয় করেছেন চন্দননগর তথা হুগলি জেলার গর্ব পিয়ালী বসাক। শৃঙ্গজয়ের পর নীচে নামার সময়ে অসুস্থ হয়ে চার নম্বর ক্যাম্পে আটকে পড়েছিলেন। আপাতত কাঠমাণ্ডুর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পিয়ালি। মেয়ের শারীরিক অবস্থার কথা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েছে পিয়ালীর (Piyali Basak) পরিবার।
গত সপ্তাহে অক্সিজেন ছাড়াই মাকালু অভিযান শুরু করেন পিয়ালী। সফলভাবে শৃঙ্গজয়ের পরে নেমে আসার সময়েই সমস্যা শুরু হয়। তবে নিরাপদেই পিয়ালীকে নীচে নামিয়ে আনেন তাঁর সঙ্গে থাকা শেরপারা। জানা যায়, হেলিকপ্টারে উদ্ধার করে কাঠমাণ্ডু নিয়ে আসা হয় পিয়ালীকে। সেখানেই স্থানীয় হাসপাতালে ভরতি করে চিকিৎসা শুরু হয়। প্রাথমিকভাবে তুষারক্ষত-সহ নানা রোগের চিকিৎসা চলছিল।
[আরও পড়ুন: নয়া সংসদ ভবনের উদ্বোধনের পর কী হবে পুরনো ভবনের? কী বলছে মোদি সরকার?]
তবে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে বুধবার। কাঠমাণ্ডুর হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নিউমোনিয়া ধরা পড়েছে পিয়ালীর। সেই কারণেই চিকিৎসকরা যথেষ্ট চিন্তিত। অন্যদিকে, দিদির শারীরিক অবস্থার কথা জানতে পেরে আশঙ্কিত পিয়ালীর বোন তমালি বসাক। তিনি জানান, কাঠমাণ্ডুর হাম্প হাসপাতালে ভরতি রয়েছেন পর্বতারোহী। এই খবর পাওয়ার পর কিছুটা হলেও আবার উদ্বেগ বেড়েছে পিয়ালীর পরিবার ও চন্দননগরবাসীর মধ্যে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই অক্সিজেন ছাড়া দুর্গম অন্নপূর্ণা শৃঙ্গ জয়ের অভিযান শুরু করেছিলেন পিয়ালী। তবে একেবারে শেষ মূহূর্তে গিয়ে অক্সিজেনের প্রয়োজন পড়ে তাঁর। সেই শৃঙ্গ জয়ের পর নতুন চ্যালেঞ্জ নিয়েছিলেন। অক্সিজেন ছাড়াই মাকালু জয় করেন। তবে আপাতত নিউমোনিয়ার সঙ্গে লড়াই চালাচ্ছেন তিনি। দ্রুত সুস্থ হয়ে উঠুন পিয়ালী, এমনটাই আশা গোটা চন্দননগরের।