সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনা সাইবেরিয়ায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের IL-18 বিমানটি রবিবার দুর্ঘটনার কবলে পড়ে তিন টুকরো হয়ে যায় বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার সময়ে বিমানে ছিলেন মোট ৩৯ জন। এঁদের মধ্যে ৩২ জন যাত্রী এবং ৭ জন বিমানকর্মী ছিলেন বলে জানা গিয়েছে।
খারাপ আবহাওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে। প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় ১৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি ৭ জন বিমানকর্মীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রতিরক্ষা বিভাগ সূত্রে খবর। সংবাদসংস্থা সূত্রে খবর, রবিবার নিয়ন্ত্রণ হারিয়ে তিসকি অঞ্চলে ভেঙে পড়ে বিমানটি। উদ্ধারকার্য শেষ হয়েছে। Mi-8 হেলিকপ্টার উদ্ধারকাজে ব্যবহৃত হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর। যদিও, এই দুর্ঘটনায় ২৭ জন যাত্রীই মারা গিয়েছে বলে প্রাথমিকভাবে খবর মিলেছিল। পরে সেই খবরের সত্যতা অস্বীকার করে জানানো হয় ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১৬ জন।
The post রাশিয়ায় ভেঙে পড়ল বিমান, গুরুতর জখম বহু যাত্রী appeared first on Sangbad Pratidin.