shono
Advertisement

গ্রহের মাথায় মুকুটের মতো আলোক ছটা! কী বলছেন মহাকাশ বিশেষজ্ঞরা?

বিজ্ঞানীদের নজরে 'বাদামী বামন'৷ The post গ্রহের মাথায় মুকুটের মতো আলোক ছটা! কী বলছেন মহাকাশ বিশেষজ্ঞরা? appeared first on Sangbad Pratidin.
Posted: 08:32 PM Aug 06, 2018Updated: 07:33 PM Aug 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবী থেকে ২০ আলোকবর্ষ দূরে ঘুরপাক খাচ্ছে বাদামী রঙের একটি বিশাল গ্রহ৷ মহাকাশে প্রেরিত রেডিও সিগন্যালের মাধ্যমে ধরা পড়েছে এর উপস্থিতি৷ অনুমান, বৃহস্পতির চেয়ে প্রায় ২০০ গুন বড় এই গ্রহ, ওজনে ১২ গুন বেশি৷ এর মাথায় রয়েছে উজ্জ্বল মুকুটাকৃতি আলোক ছটা বা অরোরা৷ এখনও যার উৎসের খোঁজ চালাচ্ছেন মহাকাশ গবেষকরা৷

Advertisement

[জোড়া ব্যর্থতার জের, ফের পিছলো ইসরোর চন্দ্রাভিযান]

গ্রহ ও নক্ষত্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই গ্রহকে গবেষকরা ‘বাদামী বামন’ বলে সম্বোধন করছেন৷ কারণ, এটি আকারে গ্রহের চেয়ে বড়, তবে নক্ষত্রের চেয়ে ছোট৷ আবার মাথার উপরে রয়েছে নক্ষত্রের মতো আলোক ছটা বা অরোরা৷ জানা গিয়েছে, ২০১৬-তে এই গ্রহের প্রথম সন্ধান পান বিজ্ঞানীরা৷ নিউ মেক্সিকোর ভেরি লার্জ অ্যারে টেলিস্কোপে ধরা পড়ে সেটি৷ কেবল এই গ্রহটিই নয়, সঙ্গে খোঁজ মেলে আলরও চারটি বামন গ্রহের৷ যাদের মধ্যে সবচেয়ে ছোট গ্রহটিকে চিহ্নিত করা হয় SIMP J01365663+0933473 সংকেতের সাহায্যে৷ এর উপরের তলের উষ্ণতা হল ৮২৫ ডিগ্রি সেন্টিগ্রেড, বয়স ২০০ মিলিয়ন বছর৷

[কাজ থেকে ‘ছুটি’ নিয়ে পিকনিকে হাতির দল, ভাইরাল ভিডিও]

এই বামন গ্রহগুলি থেকে মহাকাশ বিজ্ঞানীরা জানতে পারছেন যে, গ্রহ ও নক্ষত্রের মধ্যে কেমনভাবে নিরন্তর কাজ করে চৌম্বক শক্তি৷ জানান, মহাকাশ গবেষক ড. মেলোডিক কাও৷ তিনি আরও বলেন, ভেরি লার্জ অ্যারে টেলিস্কোপের মাধ্যমে খুব দ্রুত যে কোনও গ্রহের অবস্থান ও তার চারপাশে কাজ করা চৌম্বকক্ষেত্র সম্পর্কে আভাস পাওয়া যায়৷ ফলে মহাকাশ গবেষকরা জানতে পেরেছেন এই বামন বাদামী গ্রহের চারপাশে কাজ করছে শক্তিশালী একটি চৌম্বকক্ষেত্র৷ গ্রহের মাথায় অরোরা বা আলোকচ্ছটাও সেই চৌম্বকক্ষেত্রেরই ফল কিনা সেই বিষয়েই এখন গবেষণা চালাচ্ছেন গবেষকরা৷

The post গ্রহের মাথায় মুকুটের মতো আলোক ছটা! কী বলছেন মহাকাশ বিশেষজ্ঞরা? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার