shono
Advertisement
Adani Group

ভোটপ্রচারে আদানি গোষ্ঠীকে 'বদনাম', রাহুল-মোদির বিরুদ্ধে একযোগে মামলা দিল্লি হাই কোর্টে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্যে নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়েছেন মামলাকারী সুরজিৎ সিং যাদব। নিজেকে কৃষক এবং শেয়ার বাজারের একজন বিনিয়োগকারী হিসেবে পরিচয় দিয়েছেন তিনি।
Published By: Kishore GhoshPosted: 01:11 PM May 28, 2024Updated: 04:59 PM May 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি হাই কোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে একযোগে মামলা। বিরল এই ঘটনার নেপথ্যে আদানি গোষ্ঠী (Adani Group)। লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে এই শিল্পগোষ্ঠীকে 'বদনাম' করার অভিযোগে মামলা হল মোদি-রাহুলের বিরুদ্ধে। দুই নেতার বিরুদ্ধে ভাষণে নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়েছেন মামলাকারী।

Advertisement

দিল্লি হাই কোর্টে (Delhi High Court) রাহুল এবং মোদির বিরুদ্ধে ওই মামলা করেছেন সুরজিৎ সিং যাদব। নিজেকে কৃষক এবং শেয়ার বাজারের একজন বিনিয়োগকারী হিসেবে পরিচয় দিয়েছেন তিনি। সুরজিতের দাবি, শীর্ষ বিজেপি এবং কংগ্রেস নেতার বক্তব্যের জেরে আদানি গোষ্ঠীর বাজারমূল্যে প্রভাব পড়ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হবেন বিনিয়োগকারীরা। মামলাকারীর অভিযোগ করেছেন, আদানি গোষ্ঠী সম্পর্কিত রাহুলের বক্তব্য বিকৃত। এর জেরে বিভ্রান্ত হচ্ছেন বিনিয়োগকারীরা। প্রায় একই ধরনের অভিযোগ মোদির বিরুদ্ধে।

 

[আরও পড়ুন: যাবজ্জীবন সাজা থেকে মুক্তি, খুনের মামলায় হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে রাম রহিম]

গত মাসে তেলঙ্গানার একটি জনসভায় যোগ দিয়েছিলেন মোদি। সেখানে রাহুলকে নিশানা করে আক্রমণ শানান তিনি। প্রশ্ন তোলেন, পাঁচ বছর ধরে গলা ফাটিয়ে এখন আদানি আম্বানি নিয়ে রাহুলেরা রাতারাতি চুপ করে গেলেন কেন? আরও এক ধাপ এগিয়ে তাঁর প্রশ্ন ছিল, ভোটঘোষণার পর তিনিও কি এই ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়েছেন? অন্যদিকে আদানি গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দেওয়া নিয়ে বারবার মোদিকে তোপ দেগেছেন রাহুলও। এই কাদা ছোড়াছুড়িতে আখেরে ক্ষতি হচ্ছে আদানি গোষ্ঠীতে বিনিয়োগকারীদের, এমনটাই দাবি ওই মামলাকারীর।   

 

[আরও পড়ুন: অভিযুক্তকে আড়াল করতে মাঝরাতে ফোন অজিত পওয়ারের! পোর্শেকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লি হাই কোর্টে রাহুল এবং মোদির বিরুদ্ধে ওই মামলা করেছেন সুরজিৎ সিং যাদব।
  • গত মাসে তেলঙ্গানার একটি জনসভায় যোগ দিয়েছিলেন মোদি। সেখানে রাহুলকে নিশানা করে আক্রমণ শানান তিনি।
Advertisement