সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি-২০ সম্মেলনের (G-20 Summit) মাঝেই বহু প্রতীক্ষীত সাফল্য এল। শনিবার নয়াদিল্লিতে নৈশভোজের অনুষ্ঠানের ফাঁকে প্রধানমন্ত্রী মোদির (PM Narendra Modi) সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের (Rishi Sunak) বৈঠকে মুক্ত বাণিজ্য নিয়ে একমত হলেন দু’জনে। উভয় দেশই হাতে হাত ধরে কাজ করবে এ বিষয়ে। মোদিকে আশ্বস্ত করেছেন সুনাক। জি-২০ সম্মেলনের এটি বড় প্রাপ্তি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
অভিবাসন নীতি, অ্যালকোহল ও মোটরগাড়ি। এই ত্র্যহস্পর্শে ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে বেরিয়ে আসা ব্রিটেনের সঙ্গে ভারতের ‘মুক্ত বাণিজ্য চুক্তি’-র আলোচনা মাঝপথ পেরিয়েও থমকে গিয়েছিল। জট কিছুতেই খুলছিল না। এই প্রেক্ষাপটে জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে আলাদা করে বৈঠক করে প্রধানমন্ত্রী মোদি কি সেই জট খুলতে পারবেন? সেদিকে কৌতুহল ছিল সংশ্লিষ্ট মহলের। শনিবার সন্ধ্যায় দিল্লির ‘ভারত মণ্ডপম’ মঞ্চে নৈশভোজের ফাঁকেই কেটে গেল সমস্ত জট। খুব শীঘ্রই দু’দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement) স্বাক্ষরিত হতে চলেছে।
[আরও পড়ুন: ‘সাবধান! শহরে নতুন ভ্যাম্পায়ার’, রাজ্যপালের হুঁশিয়ারির পালটা কটাক্ষ শিক্ষামন্ত্রীর]
শুক্রবার দিল্লিতে নেমে মুক্ত বাণিজ্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুনাক বলেছিলেন, “মোদিজি এবং আমি দু’জনেই চাই দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পাদিত হোক। এক্ষেত্রে খুবই ভাল কাজ হতে পারে বলেই আমরা মনে করি। তবে বাণিজ্য চুক্তি সময় সাপেক্ষ। এতে সময় লাগে। দু’দেশের সহমত হওয়া প্রয়োজন। আমরা অনেক দূর এগিয়েছি। তবে এখনও অনেক কাজ বাকি।”
[আরও পড়ুন: ইলিশ ‘দুর্নীতি’, মুখ্যমন্ত্রীকে চিঠি নিলামে ক্ষুব্ধ মৎস্যজীবীদের]
এরপর শনিবার দিনভর সম্মেলনের মাঝেই মোদি তাঁর কাছে আলাদা করে আলোচনায় বসার জন্য আহ্বান জানান। সস্ত্রীক সুনক নৈশভোজের অনুষ্ঠানে যোগ দিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। দু’জনের সেই সংক্ষিপ্ত বৈঠকই বড় জট কাটিয়ে দিল। মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে সহমতের পাশাপাশি আরও একাধিক বিষয়ে একসঙ্গে কাজ করবে দু’দেশ। ২০৩০ সালকে লক্ষ্যমাত্রা ধরে মুক্ত বাণিজ্য নিয়ে কাজ এগোবে ভারত-ব্রিটেন। সূত্রের খবর এমনই। দু’দেশ প্রতিরক্ষা, প্রযুক্তি, পরিবেশ-সহ একাধিক ইস্যুতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে।