সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর যোগ্য উত্তরসূরি হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন ডি গুকেশ। প্রিয় ছাত্রের এমন ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত তিনি। যেভাবে গোটা একটা প্রজন্ম ভারতের দাবাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতেও তিনি খুশি। তবে ভারতীয় দাবায় স্বর্ণযুগ এল কিনা, সেটা বলতে পারছেন না বিশ্বনাথন আনন্দ। তবে কনিষ্ঠতম হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে গুকেশকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার চিনা দাবাড়ু ডিং লিরেনকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন গুকেশ। তার পরেই ভিশির প্রতিক্রিয়া, গুকেশের জয়ে তিনি উচ্ছ্বসিত। লিরেনের বিরুদ্ধে যেভাবে খেলেছেন তরুণ দাবাড়ু, লড়াই কঠিন হলেও যেভাবে মাথা ঠান্ডা রেখে পালটা চালে মাত করেছেন প্রতিপক্ষকে, তাতে গুকেশকে কুর্নিশ জানিয়েছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন। আনন্দের মতে, "কেবল দাবা খেলা নয়, চাপের মুখে গুকেশের আচরণ আর শরীরীভাষাও অসাধারণ। যথেষ্ট প্রশংসা প্রাপ্য ওর।"
চলতি বছরে দাবার দুনিয়ায় ইতিহাস গড়েছে ভারত। অলিম্পিয়াডে সোনা জিতেছে ভারতের পুরুষ এবং মহিলা দুই দলই। গুকেশ ছাড়াও অর্জুন এরগাইসি, রমেশবাবু প্রজ্ঞানন্দ, আর বৈশালীদের মতো তরুণ দাবাড়ুরা টক্কর দিচ্ছেন সমানে সমানে। এবার সেই তরুণ তুর্কিদের একজনের মাথায় বিশ্বসেরার তাজ। তাহলে কি ভারতীয় দাবায় স্বর্ণযুগ এল গুকেশদের হাত ধরে? ভিশি অবশ্য এখনই এতখানি ভাবতে চান না। তাঁর মতে, স্বর্ণযুগ কিনা সেটা পরে ভাবা যাবে। তবে ভারতীয় দাবার এমন সাফল্য সত্যিই গর্ব করার বিষয়।
অন্যদিকে, গুকেশের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐতিহাসিক সাফল্যের জন্য এক্স হ্যান্ডেলে তরুণ দাবাড়ুকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। গৌতম আদানি থেকে শুরু করে এম কে স্ট্যালিন, এন চন্দ্রবাবু নায়ডু, জগন্মোহন রেড্ডি-দাবার নতুন চ্যাম্পিয়নকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই।