সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড তামিলনাড়ুর ডিন্ডিগুলে। দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছে একটি শিশুও।
সংবাদ সংস্থা পিটিআই সূ্ত্রে জানা যাচ্ছে, প্রাথমিক তদন্ত থেকে পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আর তার পরই দ্রুত তা ছড়িয়ে পড়তে শুরু করে। ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে দাউ দাউ আগুনে জ্বলতে থাকা হাসপাতালের ছবি। দেখা যাচ্ছে, জানলা দিয়ে গলগল করে ধোঁয়া ও আগুন বেরিয়ে আসছে।
ঘটনাস্থলে অবশ্য পৌঁছে গিয়েছে দমকল। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।
এই দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃতদের মধ্যে এক বালকও রয়েছে। বাকি রোগীদের নিরাপদেই হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলেই সূত্রের দাবি। তাঁদের এলাকার অন্যান্য হাসপাতালগুলিতে ভর্তি করানো হয়েছে। এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। প্রথমে হতাহতের সম্পর্কে কিছু জানা না গেলেও অচিরেই প্রকাশ্যে আসে ৬ জনের মর্মান্তিক মৃত্যুর খবর। তাঁদের দেহ লিফট থেকে উদ্ধার করা হয়। নিকটবর্তী এক হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হলে সকলকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।