shono
Advertisement

টুইটারে তিন লক্ষ ফলোয়ার্স খোয়ালেন নরেন্দ্র মোদি, জানেন কেন?

টুইটারে অনুগামী কমল রাহুল গান্ধীরও, কেন জানেন? The post টুইটারে তিন লক্ষ ফলোয়ার্স খোয়ালেন নরেন্দ্র মোদি, জানেন কেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 01:52 PM Jul 14, 2018Updated: 02:22 PM Jul 14, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তথ্য পাচারের মতো গুরুতর অভিযোগ উঠেছে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলির বিরুদ্ধে৷ যা নিয়ে তোলপাড় হয়েছে বিশ্ব৷ এমত পরিস্থিতিতে তথ্যের বেআইনি ব্যবহার রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার৷ সন্দেহজনক ও জাল অ্যাকাউন্টগুলি খোঁজ করে তা বন্ধ করে দিচ্ছে সংস্থাটি৷ আর এটাই বিপদে ফেলল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে৷ কেন জানেন?

Advertisement

[মুম্বইয়ে আটক ভারতী ঘোষের দেহরক্ষী সুজিত মণ্ডল   ]

টুইটারকে জনসংযোগের অন্যতম হাতিয়ার হিসাবে ব্যবহার করে থাকেন সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সেলেবরা৷ প্রধানমন্ত্রী মোদি ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তো খুবই জনপ্রিয় টুইটারে৷ কিন্তু হঠাৎই ধস নামল তাঁদের টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার্স সংখ্যায়৷ না তাঁদের জনপ্রিয়তা কমে গিয়েছে তেমনটা নয়, আসল কারণ হল টুইটার কর্তৃপক্ষের এই সাফাই অভিযান৷ যেখানে টুইটারে প্রধানমন্ত্রী মোদির আগে ফলোয়ার্স ছিল ৪৩.৪ মিলিয়ন৷ এই সাফাই অভিযানের মুখে পড়ে এক ধাক্কায় সংখ্যাটা বর্তমানে কমে দাঁড়িয়েছে ৪৩.১ মিলিয়নে৷ অর্থাৎ প্রধানমন্ত্রীর ফলোয়ার্সের তালিকায় থাকা প্রায় তিন লক্ষ অ্যাকাউন্টকে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট থেকেও একই ভাবে বাদ পড়েছে প্রায় ১৭ হাজার ফলোয়ার্স৷

[লাদাখে নিখোঁজ পেম্বা শেরপা, আটবারের এভারেস্টজয়ীর খোঁজে চলছে অভিযান]

কেবল মোদির নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকেই ফলোয়ার্স কমেনি৷ পাশাপাশি, প্রায় দেড় লক্ষ ফলোয়ার্স কমেছে পিএমও-র টুইটার অ্যাকাউন্ট থেকেও৷ টুইটার কর্তৃপক্ষের পদক্ষেপের মুখে পড়তে হয়েছে আরও বেশ কয়েকজন রাজনীতিবিদকে৷ যাঁদের মধ্যে অন্যতম, কংগ্রেস নেতা শশী থারুর, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ৷ কেবল জাতীয় ক্ষেত্রে নয়, আন্তর্জাতিক স্তরেও এর প্রভাব পড়েছে মারাত্মক৷ গত কয়েকদিনে প্রায় এক লক্ষ ফলোয়ার্স খুইয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চার লাখ ফলোয়ার্স কমেছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অ্যাকাউন্ট থেকে৷

The post টুইটারে তিন লক্ষ ফলোয়ার্স খোয়ালেন নরেন্দ্র মোদি, জানেন কেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement