shono
Advertisement

মোদির প্রিয় খেলা কী? ‘মন কি বাত’ অনুষ্ঠানে অ্যাথলিটের প্রশ্নের জবাব প্রধানমন্ত্রীর

সদ্যসমাপ্ত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের পদকজয়ীরা প্রশ্ন করেন মোদিকে।
Posted: 02:14 PM Aug 27, 2023Updated: 08:47 PM Aug 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলাধুলা নিয়ে বরাবর উৎসাহ রয়েছে বলেই দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার তাঁর ‘মন কি বাত’ (Man Ki Baat) অনুষ্ঠানেও উঠে আসে ক্রীড়াদুনিয়ার প্রসঙ্গ। সেখানেই উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে (World University Games) ভারতের পদকজয়ীরা। তাঁদের মধ্যেই এক পদকজয়ী প্রধানমন্ত্রীকে প্রশ্ন ছুঁড়ে দেন, “আপনার প্রিয় খেলা কী?” প্রসঙ্গত, চিনে আয়োজিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে মোট ২৬টি পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা। তাঁরা সকলেই রবিবারের মন কি বাত অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন।

Advertisement

১৯৫৯ সাল থেকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে অংশ নিচ্ছে ভারত। ২০২৩ সালেই সবচেয়ে বেশি পদক এসেছে ভারতের ঝুলিতে। ১১টি সোনা-সহ ২৬টি পদক জিতেছে ভারত। প্রসঙ্গত, কয়েকদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, মোদির জন্যই ২০২০ অলিম্পিকে সাতটি পদক ঘরে তুলেছিল ভারত। তাঁর দাবি, এর আগে কখনও অলিম্পিকের মঞ্চ থেকে একসঙ্গে এতগুলি পদক জিততে পারেনি ভারত। মোদি জমানায় ক্রীড়াক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যাথলিটদের ভালমন্দর দিকে নজর দেওয়া হয়েছে। সেই কারণেই এই সাফল্য মিলেছে।” 

[আরও পড়ুন: ইডি-সিবিআইয়ের আরজি খারিজ, বিদেশযাত্রার অনুমতি পেলেন কার্তি চিদম্বরম]

একই সুর শোনা গেল প্রধানমন্ত্রীর মুখেও। ‘মন কি বাতে’ তিনি বলেন, “খেলার দুনিয়ায় ভারত আরও এগিয়ে যাক আমি সেটাই চাই। হকি, ফুটবল, কবাডি, খো-খো হল আমাদের দেশের নিজস্ব খেলা। সেখানে পিছিয়ে পড়া ঠিক নয়। এছাড়াও তিরন্দাজি ও শ্যুটিংয়েও আমাদের খেলোয়াড়রা বেশ ভাল পারফর্ম করছেন। সবচেয়ে বড় কথা, আমাদের পরিবারের মধ্যে খেলাধুলা নিয়ে মানসিকতার পরিবর্তন হয়েছে।” তারপরেই এক পদকজয়ী মোদিকে প্রশ্ন করেন, “আপনার সবচেয়ে পছন্দের খেলা কী?” তবে সরাসরি এই প্রশ্নের জবাব দেননি প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আগে ছেলেমেয়েরা খেলতে গেলে বাড়ির লোকেরা বাধা দিতেন। এখন স্কুল-কলেজেও খেলাধুলা নিয়ে আলোচনা হয়। আমাদের ছেলেমেয়েরা যে খেলাতেই অংশ নেন সেখানেই সফল হন।”

[আরও পড়ুন: ভিনজাতের যুবকের সঙ্গে মোবাইলে কথা! ‘অপরাধে’ কিশোরীকে কুপিয়ে মারলেন বাবা, দাদা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement