সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি লোকসভা নির্বাচনের প্রচারে বিরোধীরা বারবার দাবি করেছেন, ৪০০ আসন পেয়ে গেলেই সংবিধান পালটে ফেলবে বিজেপি। সেই প্রচারের পালটা দিতেই এবার গান্ধী পরিবারকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। "গান্ধী পরিবার চার প্রজন্ম ধরে সংবিধান ধ্বংস করে চলেছে", বিস্ফোরক দাবি করলেন প্রধানমন্ত্রী (PM Modi)।
এবারের নির্বাচনে (Lok Sabha 2024) কংগ্রেস তথা বিরোধীদের প্রচারের অন্যতম হাতিয়ার বিজেপির এই সংবিধান বদলের হুমকি। রাহুল গান্ধী বারবার জনসভাগুলিতে গিয়ে বলছেন, এই নির্বাচন কোনও সাধারণ নির্বাচন নয়। সংবিধান বাঁচানোর লড়াই। এবার ৪০০ আসন পেলে সংবিধান বদলে দেবে বিজেপি। প্রামাণ্য হিসাবে বিজেপি নেতাদের বিভিন্ন ভাষণকে ব্যবহার করছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। এই মন্তব্য করার জন্য রাহুলের (Rahul Gandhi) বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে।
[আরও পড়ুন: ‘দেশে এমন কেউ জন্মেছে যে CAA বাতিল করতে পারে?’ নির্বাচনী প্রচারে বিরোধীদের তোপ মোদির]
এহেন পরিস্থিতিতে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী। সাফ জানিয়ে দেন, "সংবিধান নিয়ে খেলা শুরু করেছিলেন কে? পণ্ডিত নেহরু। বাকস্বাধীনতার উপর রাশ টানতে প্রথম বার সংশোধন করা হয়েছিল সংবিধান। তার পর ওঁর কন্যা ইন্দিরা গান্ধী অর্ডিন্যান্স জারি করে আদালতের রায় পালটে দেন। শাহবানো মামলায় সুপ্রিম কোর্টের রায় এড়াতে সংবিধান সংশোধনের বিল পাশ করিয়েছিলেন রাজীব গান্ধীও।’
২০১৩ সালে কংগ্রেসের সরকার থাকাকালীন কেন্দ্রের আনা অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলেছিলেন রাহুল গান্ধী, সেই বিষয়টি উল্লেখ করেও তোপ দেগেছেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎকারে তিনি বলেন, "পদে না থাকলেও সরকারের রিমোট কন্ট্রোল ছিল গান্ধী পরিবারের হাতেই। সংবিধান মেনে গঠিত হওয়া সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, আর এক শেহজাদা এসে প্রকাশ্যেই সেই অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলছে।" মোদির সাফ দাবি, কাউকে সংবিধান পালটাতে দেবেন না তিনি।