সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত লকডাউনে টানা ছমাস বিনামূল্যে রেশন দিয়েছিল কেন্দ্রের মোদি সরকার। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময় চলতি বছরের মে ও জুন মাসে বিনামূল্যে রেশন (Free Ration) বিলির ঘোষণা করেছিল আগেই। এবার বিনামূল্যে রেশন দেওয়ার সেই মেয়াদ আরও বাড়াল কেন্দ্র।
সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) জানান, দিপাবলি অর্থাৎ নভেম্বর মাস পর্যন্ত দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। এর ফলে দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত সম্প্রদায়ের প্রচুর মানুষ উপকৃত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন প্রধানমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মেয়াদ দিপাবলি অবধি বাড়ানো হল। ৮০ কোটি দরিদ্র মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন।” উল্লেখ্য, এ রাজ্যে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
[আরও পড়ুন: ১৮ বছরের ঊর্ধ্বের সব নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্র, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর]
দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠেছে, করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। বিরোধীদের অভিযোগ, করোনা পরিস্থিতিতেও রাজনীতি করতে ব্যস্ত মোদি সরকার। আমজনতা, দেশের অর্থনীতি নিয়ে চিন্তা নেই তাঁদের। এমনকী, করোনা পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে রাষ্ট্রিয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসও মোদি-শাহের জুটির উপর চটেছিল বলে সূত্রের খবর। এদিকে সামনে উত্তরপ্রদেশে, গুজরাট-সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে যোগীর গড়ের ভোট মোদি সরকারের লিটমাস টেস্ট বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সেই নির্বাচনে জিততে ‘ম্যাজিকাল’ পদক্ষেপের দরকার ছিল। এবার বিনামূল্যে রেশন এবং ভ্যাকসিনের ঘোষণা করে সেই প্রধানমন্ত্রী সেই বৈতরণী পারের চেষ্টা করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।