সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের করোনা পরিস্থিত (Covid Situation) ক্রমশ জটিল হচ্ছে। সামাজিক দূরত্বও শিকেয় তুলেছে আমজনতা। ফলস্বরূপ প্রতিদিনই লাগামছাড়া ভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুও। এমন পরিস্থিতিতে সোমবার ফের রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Bannerjee)। এর আগে করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে হাজির ছিলেন না তিনি।
সংক্রমণ রুখতে বিশ্বের দীর্ঘতম লকডাউনের (LockDown) সাক্ষী থেকেছে ভারত। এখনও এলাকাভিত্তিক লকডাউন (LockDown) চলছে। তারপরেও রোগ মোকাবিলা সম্ভব হচ্ছে না।ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে মহামারী পরিস্থিতি। লাফিয়ে বাড়ছে সংক্রমণ। কেরল, বাংলা এবং তেলেঙ্গানায় ইতিমধ্যে গোষ্ঠী সংক্রমণ হয়েছে বলে জানিয়েছে সেখানকার রাজ্য প্রশাসন। আবার বহু এলাকায় বিনা চিকিৎসায় রোগী মৃত্যু হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। তাই এবার প্রধানমন্ত্রীর পাখির চোখ স্বাস্থ্য পরিকাঠামো। তা নিয়েই সোমবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্স শুরু হবে বলে খবর। হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
[আরও পড়ুন : এই বিশেষ পাঁপড় খেলেই শরীরে তৈরি হবে অ্যান্টিবডি! আজব দাবি কেন্দ্রীয় মন্ত্রীর]
বৈঠক ঘিরে ইতিমধ্যে জল্পনা তুঙ্গে উঠেছে। ওয়াকিবহাল মহলের ধারণা, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন নিয়ে কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের দাবি জানাতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রীকে লকডাউনের পরামর্শ দিতে পারেন কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন্দ্র সেই পথে হাঁটে কিনা তা দেখার অপেক্ষায় গোটা দেশ।
[আরও পড়ুন : গভীর হচ্ছে চিন্তার ভাঁজ, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত প্রায় ৫০ হাজার!]
The post হাতের বাইরে করোনা পরিস্থিতি! সামাল দিতে ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক বসবেন মোদি appeared first on Sangbad Pratidin.