shono
Advertisement

মোদির তৃতীয়বার ক্ষমতায় ফেরা নিশ্চিত! গ্যারান্টি দিলেন শাহ

ইন্ডিয়া জোটে নতুন কিছু নেই, দাবি শাহের।
Posted: 12:27 PM Dec 15, 2023Updated: 12:27 PM Dec 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩ রাজ্যে জয়ের পর আত্মবিশ্বাসে ফুটছে বিজেপি। এতটাই যে আগামী বছর লোকসভা নির্বাচনে ফের নরেন্দ্র মোদি (Narendra Modi) যে প্রধানমন্ত্রী হবেন, সে বিষয়ে নিশ্চিত বিজেপি। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোরাল কন্ঠে দাবি করলেন, “ইন্ডিয়া জোটে নতুনত্ব কিছু নেই। ২৪-এ ফের প্রধানমন্ত্রী হচ্ছেন মোদিই।”

Advertisement

আগামী সপ্তাহে দিল্লিতে ‘ইন্ডিয়া’র (INDIA) বৈঠক। একজোট হওয়া বিরোধীরা এবার বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে এক প্রার্থী দিতে চাইছেন। কিন্তু শাহ (Amit Shah) বলছেন এই ইন্ডিয়া জোটে নতুন কিছুই নেই। তাঁর বক্তব্য, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, হিমাচল প্রদেশ, গুজরাট, উত্তরাখণ্ড, কর্নাটকের মতো রাজ্যে সরাসরি কংগ্রেস ও বিজেপির লড়াই। বিহার, মহারাষ্ট্র, তামিলনাড়ুর মতো রাজ্যে বিজেপি (BJP) জোটের সঙ্গে বিরোধী জোটের লড়াই। বাকি রাজ্যগুলির আঞ্চলিক দলে ইন্ডিয়া জোটে নেই। তাহলে এই জোটে নতুন কী?

[আরও পড়ুন: নিজের বাড়িতে সিঁধ কেটেছিলেন ‘ডাকাত’ বউ! আগরপাড়া ডাকাতিতে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]

শাহ বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ২০২৪ সালে ক্ষমতা ধরে রাখছেন, সেটা নিশ্চিত। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ২০১৯ সালের থেকেও বড় ব্যবধানে ২০২৪ সালে জিতবে বিজেপি। তিনি বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ইন্ডিয়া কোনও ফ্যাক্টর নয়। যদিও বিরোধীদের দাবি ইন্ডিয়া ভীতি থেকেই এ কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

[আরও পড়ুন: ‘হিন্দু হয়েও মার্কিন প্রেসিডেন্ট হবেন?’ খোঁচার জবাবে কী বললেন রামস্বামী]

বস্তুত বিরোধীদের এই সম্মিলিত মঞ্চ বিজেপির (BJP) জন্য যে কিছুটা হলেও চিন্তার কারণ সেটা মেনে নিচ্ছে বিজেপির একটা অংশও। কোনওভাবে যদি গোটা বিরোধী শিবির একত্রিত হয়ে একটি ন্যূনতম সাধারণ কর্মসূচি তৈরি করে ফেলে, তাহলে সেটা ২০২৪ নির্বাচনে গেরুয়া শিবিরকে ভাল চাপে ফেলে দিতে পারে। তবে বিজেপির আশা, যে এত ভিন্ন মতের রাজনৈতিক দলের একসঙ্গে আসা সম্ভব নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement