shono
Advertisement

দিওয়ালির আগেই ‘ডিজিটাল’হবে মোদির জন্মশহর

এমনই পরিকল্পনা নিয়েছে গুজরাট সরকার। The post দিওয়ালির আগেই ‘ডিজিটাল’ হবে মোদির জন্মশহর appeared first on Sangbad Pratidin.
Posted: 07:37 PM Jun 23, 2017Updated: 02:07 PM Jun 23, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ‘অচ্ছে দিন’-এর  স্বপ্ন দেখিয়ে দিল্লির মসনদে বসেছেন তিনি। আর এখন ডিজিটাল ইন্ডিয়া গড়ার স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির সেই স্বপ্ন এবার বাস্তবায়িত হতে চলেছে তাঁর জন্মশহর গুজরাটের ভদনগরে। ডিজিটাল ভিলেজ স্কিমের আওতায় ভদনগর শহর ও ব্লকের সবকটি গ্রামকেই ডিজিটালাইড করার পরিকল্পনা নিয়েছে গুজরাট সরকার। প্রশাসন সূত্রে খবর, দিওয়ালির আগেই ভদনগর ব্লকে ডিজিটালাইজেশনের কাজ শেষ করা হবে।

Advertisement

[বিশ্বের সবচেয়ে হালকা উপগ্রহ নিয়ে রওনা দিল ইসরোর রকেট]

গুজরাটের মেহসানার জেলার ভদনগর শহরে জন্মেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভদনগর স্টেশনে একসময়ে চা বিক্রি করতেন তিনি। সেই  ভদনগর শহর  তো বটেই, গোটা ব্লকটিই এবার ডিজিটাল পরিষেবায় আওতায় আসতে চলেছে। বস্তুত, ভদনগর শহর ও ব্লকের গ্রামগুলিতে বিভিন্ন ডিজিটাল পরিষেবা চালু করার কাজও ইতিমধ্যেই শুরু হয়ে গিযেছে। মেহসানার জেলাশাসক অলোক পাণ্ডে জানিয়েছেন, ভদনগর রেল স্টেশন, শর্মিষ্ঠা লেক -সহ বিভিন্ন জনবহুল জায়গায় খুব তাড়াতাড়ি বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা চালু করা হবে। ডিজিটালাইড করা হবে শিক্ষা, স্বাস্থ্যের মতো পরিষেবাগুলিকেও। পাশাপাশি, ভদনগরে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকাঠামোও তৈরি করবে গুজরাট সরকার।

[কুলভূষণের ভিডিও ভুয়ো, পাকিস্তানকে তোপ ভারতের]

বস্তুত, এই ডিজিটাল ভিলেজ স্কিমের আওতায় মোদির জন্মশহর ভদনগর-সহ গোটা ব্লকটিকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে গুজরাটের বিজেপি সরকার। জানা গিয়েছে, টেলি মেডিসিন ব্যবস্থার মাধ্যমে ভদনগরের বাসিন্দাদের কাছে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে সরকার। ভদনগর ব্লকের বেশিরভাগ মানুষ কৃষিজীবী। তাই কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য আদান-প্রদানের জন্য চালু করা হবে টেলি-এগ্রি-স্পোর্টস ব্যবস্থা। স্থানীয় যুবক-যুবতীদের চাকরির ব্যবস্থা করতে ভদনগরে তৈরি হবে কর্মমুখী প্রশিক্ষণ কেন্দ্র। শিল্প সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সেখানে স্থানীয় যুবক-যুবতীর প্রশিক্ষণ দেওয়া হবে।  ভদনগরে একটি নতুন মেডিক্যাল কলেজ তৈরির চিন্তাভাবনাও করছে গুজরাট সরকার। পরবর্তীতে ভদনগরে বসবে সৌরবিদ্যুৎ প্যানেল, ন্যাশনাল ফ্রেবরিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে মোদির জন্মশহর।

[ভূতের আদেশ! তাই মেয়ের দু’কান কাটল বাবা]

The post দিওয়ালির আগেই ‘ডিজিটাল’ হবে মোদির জন্মশহর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement