সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “দেশের উন্নতি করতে যদি নরেন্দ্র মোদির নামে অপপ্রচার করতে হয়, তবে তাই করুন।” ঠিক এমনভাবেই শনিবার গুজরাতের জনসভায় বিরোধীদের বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের স্বার্থে মানুষের উপকারে এগিয়ে আসতে বললেন সকলকে। বললেন, “মানুষের উপকার করে যদি রাজনীতি করেন বিরোধীরা, তবে সেই রাজনীতি মেনে নেব।” প্রধানমন্ত্রীর নামে কুৎসা রটানোর পাশাপাশি দেশের মানুষকে ব্যাঙ্কিং পরিষেবা সম্পর্কে শিক্ষা দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। লোকসভা অধিবেশনে ক্রমাগত যে জটিলতা সৃষ্টি হচ্ছে সেই বিষয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, লোকসভায় তাঁকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। নোট বাতিল ইস্যুতে তাই তিনি জনসভাতেই নিজের বক্তব্য রাখছেন।
আম আদমির কথা বলতে গিয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, দলের থেকে দেশের গুরুত্ব অনেক বেশি। জনগণের কাছে প্রধানমন্ত্রীর প্রশ্ন, “৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের আগে ১০০ টাকা আর ৫০ টাকার কোনও গুরুত্ব ছিল?” তিনি বলেন, নোট বাতিলের পর দেশে খুচরো টাকার যেমন গুরুত্ব বৃদ্ধি পেয়েছে তেমনভাবেই গুরুত্ব বৃদ্ধি পেয়েছে দেশের দরিদ্র মানুষের।
নোট বাতিল এবং দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি মানুষের কাছে ৫০ দিন সময় চেয়ে নিয়েছিলেন। আর এই ৫০ দিন মানুষ বহু সমস্যার সম্মুখীন হবেন। কিন্তু ৫০ দিন পর ধীরে ধীরে সব সমস্যার অবসান হবে। ৮ নভেম্বরের পর যাঁরা কালো টাকার কারবার চালাচ্ছে তাঁদের প্রত্যেকের শাস্তি হবে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।
প্লাস্টিক মানি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য, আগে সোনা এবং রুপোর মুদ্রা ছিল। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি। এসেছে কাগজের টাকা। কিন্তু এবার সময়ের সঙ্গে নিজেদের মোবাইল ফোনকে বটুয়া এবং টাকা হিসাবে ব্যবহার করতে হবে। দেশের মানুষ মোবাইল ব্যাঙ্কিং করতে পারবে। ব্যাঙ্ক এবং এটিএমের বাইরে লাইন দেওয়ার দরকার নেই। বাড়িতে বসেই মোবাইল ব্যবহার করে পাবেন এই পরিষেবা। কার্ডের মাধ্যমে লেনদেন এবং ই-ব্যাঙ্কিংয়ের উপর এদিন আবারও জোর দেন প্রধানমন্ত্রী।
The post মানুষের উপকার করে রাজনীতি করলে মেনে নেব: মোদি appeared first on Sangbad Pratidin.