সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। বৈঠকশেষে যৌথ সাংবাদিক সম্মেলন করার কথা দুই রাষ্ট্রনেতার। এদিকে মার্কিন আমলাদের সঙ্গে বৈঠক করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
জানা যাচ্ছে, এদিন মোদি বাইডেন আলোচনায় উঠে আসে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। উঠে আসে কোয়াড গোষ্ঠীর প্রসঙ্গ। বাইডেন বলেন, ‘‘কোয়াড গোষ্ঠীর দেশগুলির মধ্যে সামরিক মহড়া আরও বাড়িয়ে তুলতে হবে।’’ এর থেকে পরিষ্কার, চিনবিরোধী শক্তিকে মজবুত করতেই ভারতকে পাশে চাইছে আমেরিকা। চিনকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রুখতে বদ্ধপরিকর বাইডেন। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে আলোচনায় উঠে আসে পাকিস্তান প্রসঙ্গও।
[আরও পড়ুন: মোদি মন্ত্রেই মাত আমেরিকা! এবার ভারতেই তৈরি হবে যুদ্ধবিমানের ইঞ্জিন]
গত ২৪ ঘণ্টায় মোদি-বাইডেনের (PM Modi-Biden) এটা দ্বিতীয় বৈঠক। এদিন পশ্চিমী সংস্কার মেনে জিল বাইডেনকে দেখা যায় মোদিকে হাত ধরে ভিতরে নিয়ে যেতে। এরপরই রুদ্ধদ্বার বৈঠক করেন দুই রাষ্ট্রনেতা। এদিকে আরেকটি বৈঠকে বসেছেন ডোভালও। তাঁর সঙ্গে বৈঠকে রয়েছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন প্রমুখ।
এদিন মার্কিন প্রথা মেনে গার্ড অফ অনার দেওয়া হয় মোদিকে। ভারত ও আমেরিকা, দুই দেশের পতাকা হাতে নিয়ে কুচকাওয়াজ করে মার্কিন সেনা। মোদির সফরের আগেই তাঁদের কুচকাওয়াজের মহড়ার ভিডিও প্রকাশ্যে এসেছে। গান স্যালুট দিয়ে মোদিকে হোয়াইট হাউসে স্বাগত জানানো হয়।
এদিন হোয়াইট হাউসে মোদিকে বলতে শোনা গিয়েছে, ”ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্কের ভিত্তি গণতান্ত্রিক মূল্যবোধের উপরে দাঁড়িয়ে। দুই দেশেরই সংবিধান শুরু হয় ‘উই দ্য পিপল’ উচ্চারণের মধ্যে দিয়ে। দুই দেশই নিজেদের বৈচিত্র নিয়ে গর্বিত। করোনা পরবর্তী যুগে পৃথিবী যেন নতুন আকার নিচ্ছে। বৈশ্বিক কল্যাণ, বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য আমরা একযোগে কাজ করতে ঐক্যবদ্ধ।”