রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে গোবলয়ে কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে বিজেপি৷ ছত্তিশগড় ও রাজস্থানে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে চলেছে কংগ্রেস৷ মধ্যপ্রদেশেও শাসক বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছে রাহুল গান্ধীর দল৷ এমন অস্বস্তিকর পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সফর বাতিল করলেন নরেন্দ্র মোদি৷ চলতি মাসের ১৬ তারিখ শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর যে জনসভা হওয়ার কথা ছিল, তা হচ্ছে না বলে জানিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব৷
[রথযাত্রা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বলল হাই কোর্ট]
সূত্রের খবর, মঙ্গলবার বেলা বাড়তেই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কলকাতার ৬ মুরলীধর সেন লেনের রাজ্য দপ্তরে এই খবর আসে৷ যা ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে গেরুয়া শিবিরের রাজ্য নেতাদের মধ্যে৷ একাংশের মতে, পাঁচ রাজ্যের নির্বাচনে ভয়ংকর খারাপ ফলই প্রধানমন্ত্রীর সফর বাতিলের অন্যতম কারণ৷ তবে অন্য অংশ বলছে, রাজ্য বিজেপির রথযাত্রা কর্মসূচি নিয়ে টানাপোড়েনের কারণে রাজ্যে আসছেন না প্রধানমন্ত্রী৷ মমতা সরকারের সঙ্গে বিবাদ। আর তার জেরে আগেই স্থগিত হয়ে গিয়েছে গেরুয়া শিবিরের বহুচর্চিত রথযাত্রা কর্মসূচি৷ হাই কোর্টের নির্দেশে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করে এই কর্মসূচির দিন নির্ধারণ করতে হবে রাজ্য বিজেপি নেতৃত্বকে৷ বিজেপি নেতাদের আশঙ্কা, এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রভাব ফেলতে পারে আগামী কর্মসূচিগুলোতে। সেই আঁচ করেই ১৬ ডিসেম্বর শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
[আন্তর্জাতিক পর্বতারোহণ দিবসে বিমানবন্দরে হেনস্তার শিকার সত্যরূপ সিদ্ধান্ত]
যদিও এই ফলাফল পশ্চিমবঙ্গে কোনও প্রভাব ফেলবে না বলেই জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ গোবলয়ের দুই রাজ্য, রাজস্থান ও ছত্তিশগড়ে মোটামুটি বিজেপির পরাজয় নিশ্চিত হতেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি৷ রাজ্য বিজেপি সভাপতি বলেন, “এই পাঁচ রাজ্যের ফলাফলের কোনও প্রভাব বাংলায় পড়বে না। বিজেপি বাংলায় যে রকম লড়ছে, সেরকমই লড়াই করবে। সিপিএম ও তৃণমূলের উজ্জীবিত হওয়ার কোনও কারণ নেই। বাংলায় বিজেপি এক ইঞ্চিও জমি ছাড়বে না।” এমনকী, পরবর্তিকালে রথযাত্রার কর্মসূচি হবে বলেও জানিয়েছেন দিলীপ ঘোষ৷ যদিও রাজ্য সভাপতির যুক্তিতে আমল দিতে নারাজ রাজনৈতিক মহল৷ তাঁদের প্রশ্ন, ত্রিপুরা, উত্তরপ্রদেশ ও অসম নির্বাচনে বিজেপির বিপুল সাফল্যের প্রভাব পশ্চিমবঙ্গেও পড়বে বলে এতদিন দাবি করে আসতেন গেরুয়া শিবিরের নেতারা৷ তাহলে এবার, পরাজয়ের প্রভাব পড়বে না কেন? এমনকী, ওয়াকিবহাল মহলের মতে, মুখে না স্বীকার করলেও রাজ্য বিজেপি নেতারা ভালো করেই জানেন যে, প্রধানমন্ত্রীর সফর বাতিলের প্রভাবও পড়বে রাজ্য বিজেপি কর্মীদের উপর৷ চিড় ধরবে তাঁদের মনোবলে৷ এবার এই ধাক্কা এখন কীভাবে সামাল দেয় বঙ্গ গেরুয়া শিবির, সেদিকেই এখন নজর রাখছে রাজ্যের বিজেপি সমর্থকরা।
The post নির্বাচনে ভরাডুবি! পশ্চিমবঙ্গ সফর বাতিল প্রধানমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.