সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদি (Narendra Modi) স্টেডিয়ামে ভারতের স্বপ্ন ভাঙার পরে বাকশক্তি হারিয়েছিলেন রোহিত শর্মা-মহম্মদ শামিরা। কেউ কিচ্ছুটি মুখে তুলতে পারেননি। হতাশ হয়ে বসেছিলেন টিম ইন্ডিয়ার সদস্যরা। এরকম এক মুহূর্তে টিম ইন্ডিয়ার সাজঘরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি পরিস্থিতিটাই আমূল বদলে দেয়।
ভারতের সাজঘরে মোদি, সেই ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। কিন্তু প্রধানমন্ত্রী যে সাজঘরে আসবেন, ক্রিকেটারদের সঙ্গে কথা বলবেন, সেব্যাপারে বিন্দুবিসর্গও জানা ছিল না ক্রিকেটারদের।
[আরও পড়ুন: দুবছর পরে টেস্ট ক্রিকেটে ফিরল ভারতের মহিলা দল, একই দিনে অভিষেক তিন তারকার]
‘আজ তক’-কে দেওয়া সাক্ষাৎকারে শামি বলেছেন, ”হারের পরে ভাঙা মনে আমরা সবাই বসেছিলাম। দুমাসের কঠিন পরিশ্রম বৃথা হয়ে গেল। হতাশায়-শোকে আমরা কেউ মুখে কিছু তুলতেই পারিনি। পাশাপাশি বসে রয়েছি অথচ কেউ কারওর সঙ্গে কথা পর্যন্ত বলতে পারিনি। প্রধানমন্ত্রীর সাজঘরে আসা আমাদের অবাক করে দেয়। উনি আমাদের সবার সঙ্গে কথা বলেন। তার পরেই আমরা একে অপরের সঙ্গে কথা বলি। আমরা নিজেদের মধ্যে আলোচনা করি। স্থির করি, এই হারের শোক কাটিয়ে এগিয়ে যেতে হবে।”
সাজঘরে আসার পরে টিম ইন্ডিয়ার জন্য বিশেষ বার্তা দেন মোদি। তিনি বলেন, ”টিম ইন্ডিয়ার প্রিয় সদস্যরা। বিশ্বকাপে তোমরা যে দৃঢ়তা এবং প্রতিভার পরিচয় দিয়েছ, তা প্রশংসার যোগ্য। স্পিরিটের সঙ্গে তোমরা সবাই খেলেছ। দেশকে গর্বিত করেছ তোমরা। তোমাদের সঙ্গে রয়েছি। চিরকাল থাকব।”
[আরও পড়ুন: ‘… ভারত ছেড়ে চলে যেতাম’, বিশ্বকাপে ‘সজদা’ সেলিব্রেশন নিয়ে তোপ শামির]