সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরযূ তটে ভক্তি ও আবেগের সঙ্গম। মন্ত্রোচ্চারণে প্রধান যজমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে প্রাণ পেল শিশু রাম। অনুষ্ঠানে তারকা সমাগম। উৎসবের অযোধ্যায় এক হয়ে গেল রাজনীতি থেকে শিল্প ও বিনোদন জগৎ। একইভাবে লক্ষ লক্ষ ভক্তের আবেগে ভাসল গোটা দেশ।
অপেক্ষার অবসান। ৫০০ বছর পর ঘরে ফিরলেন রাম।
[আরও পড়ুন: কনকনে ঠান্ডায় টানা ১১ দিন মাটিতে শয্যা, রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে ‘আত্মশুদ্ধি’ নমোর]
অযোধ্যায় পাঁচ বছর বয়সি রামলালার প্রাণপ্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সরযূ-সহ একাধিক নদীর কলস ভর্তি জলে প্রভু রামকে স্নান করানো হয়।
অযোধ্যায় পৌঁছে পুজো সামগ্রী নিয়ে গর্ভগৃহে পৌঁছন মোদি। ১ ঘণ্টা ১৮ মিনিট ধরে চলে পূজার্চনা।
নানা ধর্মীয় প্রক্রিয়ার পর অভিজিৎ মুহূর্তে বৈদিক মন্ত্রোচ্চারণে প্রাণ পায় রামলালা।
[আরও পড়ুন: ইংল্যান্ড সিরিজের আগে ধাক্কা রোহিতদের, প্রথম দুই টেস্টে নেই বিরাট]
প্রাণপ্রতিষ্ঠার পর প্রদীপ, চামর দিয়ে বিশেষ আরতি করেন মোদি।
প্রভু রামের পায়ে পদ্মফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেন প্রধানমন্ত্রী।
রামলালাকে প্রদক্ষিণের পর সাষ্টাঙ্গে প্রণাম 'প্রধান যজমান' নমোর।
১১ দিন পর রামমন্দিরের মহারাজ গোবিন্দ দেব গিরির হাত থেকে চরণামৃত খেয়ে উপবাস ভাঙেন মোদি।