shono
Advertisement
PM Modi

গোখাদ্য খেয়েছেন লালু, মোদির খোঁচায় পালটা দিলেন RJD প্রধান

সংরক্ষণ ইস্যুতে মোদিকে তোপ দাগলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
Posted: 07:03 PM May 07, 2024Updated: 07:36 PM May 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাস ডেস্ক: ভোটের বাজারে এবার মোদি-লালু সম্মুখসমর! এদিন আরজেডি নেতাকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বলেন, পশুখাদ্য কেলেঙ্কারিতে জেল খাটা নেতাও রয়েছে ইন্ডিয়া জোটে। কংগ্রেস এই বিষয়ে নীরব। সংরক্ষণ নিয়ে আরজেডি সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুর প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) মন্তব্যের উত্তরে মোদি বলেন, অনগ্রসর শ্রেণিকে বঞ্চিত করে মুসলিমদের সম্পূর্ণ সংরক্ষণ দিতে চাইছে ‘ইন্ডিয়া’ জোট ৷ মঙ্গলবার প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পালটা জবাব দেন লালু৷ তিনি বলেন, সংরক্ষণ সামাজিক ভাবে পিছিয়ে পড়ার ভিত্তিতেই হওয়া উচিত৷ প্রধানমন্ত্রী এটা বুঝবেন না। ওরা আমার মতো অনগ্রসর শ্রেণির মানুষ নয়।

Advertisement

মঙ্গলবার মধ্যপ্রদেশের ধর এলাকায় নির্বাচনী জনসভা করেন মোদি৷ সেখানে লালুকে কটাক্ষ করে তিনি বলেন, ইন্ডিয়া জোটের এক প্রবীণ নেতা 'গবাদি পশুর খাবার খেয়ে নিয়েছেন'। রাহুল গান্ধীর দলকে তোপ দেগে বলেন, 'কংগ্রেস চুপ করে আছে। ওদের ইন্ডিয়া জোটের সদস্য দলের এক নেতা, যিনি পশুখাদ্য কেলেঙ্কারিতে যুক্ত, আদালত যাকে শাস্তি দিয়েছিল। স্বাস্থ্যের কারণে জামিন পেয়েছে। তিনি সংরক্ষণ নিয়ে নিজের মনোভাব বুঝিয়ে দিয়েছেন।'

 

[আরও পড়ুন: হতাশায় ঝুঁকে কাঁধ, কাঁদছেন রোহিত! কী এমন হল? ভিডিও ভাইরাল]

প্রধানমন্ত্রী বলেন, 'তিনি (লালু) বলছিলেন যে মুসলমানদের সংরক্ষণ দেওয়া উচিত৷ শুধু তাই নয়, তিনি চান পুরো সংরক্ষণ তাদেরই দেওয়া হোক৷ এর মানে কী? এর অর্থ হল তফসিলি জাতি ও উপজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণের অধিকার কেড়ে নেওয়া হয়।' এর জবাবে লালু বলেন, 'প্রধানমন্ত্রী বুঝবেন না। আমরা মণ্ডল কমিশন বাস্তবায়ন করেছি। সংরক্ষণ সামাজিক অনগ্রসরতার উপর ভিত্তি করে হয়। ধর্মের উপর ভিত্তি করে নয় । অটল বিহারী বাজপেয়ী সংবিধান পর্যালোচনা কমিশন গঠন করেছিলেন। মণ্ডল কমিশন ৩৫০০ অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণ সুপারিশ করেছিল। এর মধ্যে অন্য ধর্মও রয়েছে।' লালু আরও দাবি করেন, তিন দফার ভোটের পর এগিয়ে বিরোধী জোট৷ বিজেপি দু’শোর বেশি আসনে জিততে পারবে না৷

 

[আরও পড়ুন: ‘ধর্ষকের সন্তানের জন্ম দিতে বাধ্য করা যাবে না নির্যাতিতাকে’, নির্দেশ হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার মধ্যপ্রদেশের ধর এলাকায় নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
  • প্রধানমন্ত্রী বলেন, তিনি (লালু) বলছিলেন যে মুসলমানদের সংরক্ষণ দেওয়া উচিত৷
Advertisement