সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশ নির্বাচনে তরুণ-তরুণীরাই যে ভোটের ‘ফ্যাক্টর’ তা বিলক্ষণ বুঝতে পেরেছেন তিনবারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ নির্বাচন জয়ের ‘ফ্যাক্টর’ ধরে রাখতে একদল তরুণ-তরুণীদের সঙ্গে বৈঠকে বসলেন হাসিনা৷ স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে কী ভাবছে তরুণ প্রজন্ম? কী পরামর্শ রয়েছে তাঁদের? প্রায় ঘণ্টা দু’য়েকের বৈঠকে তরুণ প্রজন্মের কথাই শুনলেন প্রধানমন্ত্রী৷
[মনোনয়ন পত্র তুলতে এসে ‘খুন’ বিএনপি নেতা]
রাজধানী ঢাকার মিলনায়তনে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানে তরুণদের মুখোমুখি হন শেখ হাসিনা। অনুষ্ঠানে বর্তমান প্রজন্মের সঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি৷ একই সঙ্গে শুনলেন তরুণদের কাছ থেকে দেশ গঠনে তাঁদের পরিকল্পনা ও পরামর্শের কথা। ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে চায় তরুণ প্রজন্ম? বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে কোন কোন সমস্যার সমাধান জরুরি? এমন অনেক বিষয়ে আলোচনা হয় এদিন৷
[জামাতের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা ভারতের]
গোটা দেশ থেকে আসা ১৫০ জন অংশগ্রহণকারী তরুণ-তরুণীর সঙ্গে দেশের বিভিন্ন নীতি-নির্ধারণের বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। চাকরিজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ও দেশ গঠনে উদ্যমী তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। সেখানে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তরুণ-তরুণীদের মুখোমুখি হয়ে তাঁদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন৷ বেশ কিছু প্রশ্ন করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে বর্তমান প্রজন্মকে অনুপ্রেরণা দিতে গিয়ে প্রধানমন্ত্রী তাঁর কৈশোর ও তারুণ্যের সময়ে ঘটে যাওয়া অজানা অনেক তথ্য তুলে ধরেন৷ একটি রাজনৈতিক পরিবারে বড় হয়েছেন প্রধানমন্ত্রী, তাঁর কৈশোর এবং তারুণ্য কী অন্যদের চাইতে আলাদা ছিল? এমন অনেক প্রশ্নেরই উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী।
[১০০ দিন পর মুক্তি পেলেন ‘হাসিনা বিরোধী’ চিত্রগ্রাহক শহিদুল আলম]
এ ছাড়াও কৈশোর ও তারুণ্যে রাজনীতিতে যোগদান, স্কুলের ক্লাস ফাঁকি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে যোগদান, মুক্তিযুদ্ধে তাঁর অবরুদ্ধ জীবন, ’৭৫-এ দেশের বাইরে তাঁর পরিবারের কঠিন জীবনযাপন, ১৯৮০ সালে লন্ডনে যাওয়া, রাজনীতিতে প্রত্যাবর্তনের অনুপ্রেরণা, দেশের মানুষের কাছে ফিরে আসা, এমন আরও অনেক বিষয়ে অজানা তথ্য তরুণদের জানান প্রধানমন্ত্রী। তরুণদের কাছ থেকে আসা এমন আরও প্রশ্ন ও তাঁর উত্তর নিয়ে অপেক্ষা করছে ‘লেটস টক উইথ শেখ হাসিনা’৷ ডিসেম্বরের মাঝামাঝি সময় তা প্রচার হবে বিভিন্ন সংবাদ মাধ্যমে৷ বাংলাদেশে কাছাকাছি সময়ে বড় যে আন্দোলনগুলি হয়েছে, সেগুলি প্রায় সবই তরুণদের আন্দোলন৷ ফলে, এই তরুণদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশের রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷
The post স্বপ্নের বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের মুখোমুখি শেখ হাসিনা appeared first on Sangbad Pratidin.