shono
Advertisement

Breaking News

‘সংসদে হামলা নিয়ে রাজনীতি নয়’, মন্ত্রীদের বাড়তি সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘটনায় এ পর্যন্ত সাসপেন্ড সংসদের ৮ নিরাপত্তারক্ষী।
Posted: 05:47 PM Dec 14, 2023Updated: 08:03 PM Dec 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে গ্যাস হামলা নিয়ে মন্ত্রীদের বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সাফ বার্তা, ‘রাজনীতি নয়, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন।’

Advertisement

বুধবার সংসদে হইচই ফেলে দেয় দুই হানাদার। অধিবেশন চলাকালীন স্মোক বম্ব নিয়ে প্রতিবাদ শুরু করে তারা। ওই ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বৃহস্পতিবার দিনভর একাধিক বৈঠক করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে আলোচনা করেন তিনি। তারপর বৈঠক করেন মন্ত্রীদের সঙ্গে। অমিত শাহ ছাড়াও আরও বিজেপির সর্বভার‍তীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী ও অনুরাগ ঠাকুররা উপস্থিত ছিলেন।

[আরও পড়ুন: জ্ঞানবাপীর পর মথুরা, শাহী ইদগাহ মসজিদে সার্ভের আর্জিতে সায় হাই কোর্টের]

সূত্রের খবর, ওই বৈঠকেই মন্ত্রীদের সংসদে গ্যাস হানা নিয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। মন্ত্রীদের উদ্দেশে মোদির বার্তা, এই ঘটনাকে কোনওভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। প্রধানমন্ত্রী এদিন বলেন,”এই ঘটনাটা গুরুত্ব দিয়ে দেখুন। এটা নিয়ে কোনওভাবে রাজনীতিতে জড়িয়ে পড়বেন না। আমাদের আরও সতর্কতা অবলম্বন করতে হবে।” সূত্রের খবর, প্রধানমন্ত্রী এদিন পুরো সংসদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। কীভাবে এই ঘটনা ঘটল সেটা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি।

[আরও পড়ুন: সংসদে গ্যাস হামলার প্রতিবাদের জের! সাসপেন্ড ১৫ জন বিরোধী সাংসদ]

উল্লেখ্য, গতকালের ঘটনার জেরে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে বিরোধীরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগও চেয়েছে এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কিন্তু সেসব নিয়ে ঘটনায় ইতিমধ্যেই ৬ অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএর আওতায় মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে পুলিশ। একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রাথমিক তদন্তে। ঘটনার সব দায়ই কেন্দ্র চাপাচ্ছে সংসদের সচিবালয়ের উপর। এ পর্যন্ত মোট ৮ জন নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement