সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাকৃতিক সৌন্দর্যের টানে মন চায় হারিয়ে যেতে৷ কখনও পাহাড়ের বাঁকে আবার কখনওবা সমুদ্রের নীলে হারাতে চান সকলেই৷ কিন্তু তা বললেই তো হবে না! মনের সঙ্গে পকেটেরও সামঞ্জস্য থাকতে হবে তো? কম খরচে বেড়াতে চাইলে বর্ষার মরশুমকেই বেছে নিন৷ কারণ, ঝড়বৃষ্টির সমস্যার কথা ভেবে এই সময় অনেকেই বেড়ানোর পরিকল্পনা করেন না৷ তাই ভাগ্য ভাল থাকলে, বিভিন্ন ভ্রমণ সংস্থা ও হোটেলগুলির বিশেষ ছাড়ও পেতে পারেন আপনি৷ দশ হাজারেরও কম খরচে বেড়াতে যেতে চাইলে,আপনার জন্য রইল ঠিকানাগুলির খোঁজ৷
[নিঝুম গঙ্গার পাড়ে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন ‘সিটি অফ লাইট’-এ]
মুন্সিয়ারি, উত্তরাখণ্ড: পাহাড়ের কোল ঘেঁষে সরু রাস্তা তার মাঝখান দিয়ে হেঁটে যেতে চান? তবে অবশ্যই আপনার পছন্দের তালিকায় প্রথমে থাকা উচিত উত্তরাখণ্ডের মুন্সিয়ারির নাম৷ কম খরচে রোমাঞ্চকর জায়গা বলতে এর কোনও বিকল্প নেই৷ দিল্লি থেকে বাসে করেই পৌঁছে যাওয়া যায় মুন্সিয়ারিতে৷ তিনদিন দুই রাত্রি এখানে কাটাতে মাথাপিছু খরচ পড়ে মাত্র ৬ হাজার ৫০০ টাকা৷ বর্ষাকালে পর্যটকদের ভিড়ও থাকে খুবই কম৷ নিস্তব্ধতা উপভোগ করতে চাইলে ঘুরে আসতেই পারেন মুন্সিয়ারি৷
[নদীর পাড়ে বসে ইলিশ চেখে দেখতে চান? তবে পৌঁছে যান এই ঠিকানায়]
ফাগু, হিমাচলপ্রদেশ: দিল্লি-শতাব্দী এক্সপ্রেস বা কালকা মেলে করে পৌঁছান কালকায়৷ তারপর সেখান থেকে গাড়িতে চড়েই পৌঁছে যেতে পারেন হিমাচলপ্রদেশের ফাগু৷ পাহাড়ের কোলে গ্রাম। এখানে ফলের বাগানের মাঝখান দিয়ে হাঁটতে আপনার খারাপ লাগবে না৷ খরচ যৎসামান্য৷ তিন দিন দুই রাত্রি ফাগুতে থাকতে খরচ পড়বে মাত্র ৭ হাজার ৫০০ টাকা৷
[শান্ত সমুদ্রের হাতছানিতে সাড়া দিয়ে পাড়ি জমান জারোয়াদের দেশে]
মালসেজ ঘাট, মহারাষ্ট্র: শহুরে জীবন থেকে মুক্তি চান? পাখির কলকাকলিতে হারিয়ে যেতে মন চায় আপনার? তবে আর দেরি না করে আজই বেড়িয়ে পড়ুন মালসেজ ঘাটের পথে৷ খরচ আপনার সাধ্যের মধ্যেই৷ দু’দিন এক রাত্রি মালসেজে থাকতে খরচ পড়বে মাত্র ৫ হাজার টাকা৷
[সবুজে হারাতে চান? আপনার জন্য রইল পাঁচ জায়গার খোঁজ]
[পাইন আর ধুপি গাছের জংলি পথে হারাতে পা বাড়ান লামাদের ঘর লামাহাট্টায়]
কারনালা, মহারাষ্ট্র: কম খরচে বেড়িয়ে আসতে চাইলে আপনার জন্য তৈরি রয়েছে মহারাষ্ট্রের কারনালা৷ পকেটে ৫ হাজার টাকা থাকলেও বেড়িতে আসতে পারেন কারনালা থেকে৷ মুম্বই থেকে গাড়ি করেই কারনালা উদ্দেশ্যে রওনা দিতে পারেন আপনি৷
ভালপারাই, তামিলনাড়ু: ব্যস্ত জীবন থেকে একটু শান্তির খোঁজে পাড়ি জমান তামিলনাড়ুর ভালপারাইয়ে৷ কোয়েম্বাটুর থেকে গাড়ি করেই পৌঁছে যান এই ঠিকানায়৷ দু’দিন এক রাত্রি কাটাতে খরচ পড়বে মাত্র ৪ হাজার ৫০০ টাকা৷
[কনকনে বাতাস আর নরম আলোর সাম্রাজ্যে ভ্রমণপিপাসুদের স্বাগত জানাতে তৈরি ‘উত্তরে’]
ইয়ালাগিরি, তামিলনাড়ু: ঝরণা আর নানা দেবদেবীর মন্দিরে সাজানো তামিলনাড়ুর ইয়ালাগিরি৷ সঙ্গে রয়েছে নানা ধরনের ফুলের বাহার৷ হাজারও অর্কিডের ভিড়৷ চেন্নাই থেকে বাসে করেই পৌঁছে যেতে পারেন ইয়ালাগিরি৷ সবুজ পাহাড়ি জায়গায় থাকতে খরচ পড়বে মাত্র ৫ হাজার ৭৫০ টাকা৷
[এক যুগ পর মুন্নারের আন্নামালাই পাহাড় রূপ নিল বেগুনি উপত্যকার, কিন্তু কেন?]
The post পাঁচ-ছয় হাজার টাকা পকেটে থাকলেই ঘুরে আসতে পারেন এই জায়গাগুলি appeared first on Sangbad Pratidin.