দেবব্রত মণ্ডল, বারুইপুর: নকল সোনা প্রতারণা মামলায় অভিযুক্তকে ধরতে গিয়ে বিপত্তি। দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে পুলিশকে লক্ষ্য করে চলল গুলি। তবে হতাহতের কোনও খবর নেই। এখনও পর্যন্ত ২ মহিলাকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, কুলতলির জালাবেড়িয়ার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে পয়তারহাট এলাকায় চোরাই সোনার ব্যবসার রমরমা। সেখানে নানা অসামাজিক কার্যকলাপও চলে। তা রুখতে প্রায়শয়ই এলাকায় হানা দেয় পুলিশ। সোমবার সকালেও এক অভিযুক্তকে ধরতে এলাকায় যায় বিশাল পুলিশবাহিনী। এলাকায় পা রাখামাত্রই প্রবল বাধার মুখে পড়েন পুলিশকর্মীরা।
[আরও পড়ুন: কোপায় বেলাশেষের গান, মেসি-মায়ার আর্জেন্টিনা স্বর্গে ‘দেবদূত’-এর নাম দি মারিয়া]
অভিযুক্তের পরিবারের লোকজনই মূলত বিক্ষোভ দেখাতে শুরু করে বলেই খবর। পুলিশের দাবি, তাঁদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালানো হয়। যদিও প্রত্যক্ষদর্শীদের একাংশের মতে, এক নয়, কমপক্ষে ২ রাউন্ড গুলি চলে এলাকায়। তবে বরাতজোরে প্রত্যেক পুলিশকর্মী বেঁচে যান। হতাহতের কোনও খবর নেই।
এই ঘটনার পর থেকেই পলাতক দুষ্কৃতীরা। তাদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এলাকারই দুই মহিলাকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই মহিলাদের জেরা করে অভিযুক্তদের সম্পর্কে নানা তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা। যাতে আর নতুন করে কোনও অশান্তি না হয় তাই মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। উল্লেখ্য, এর আগেও একাধিকবার রাজ্যে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বাড়ছে উদ্বেগ। প্রশ্নের মুখে উর্দিধারীদের নিরাপত্তাও।