গোবিন্দ রায়: রাজ্যে ফের আক্রান্ত পুলিশ! এবার ধর্ষণের অভিযোগের তদন্তে গিয়ে অভিযুক্ত ও তার সঙ্গীদের হাতে মার খেল পুলিশ কর্মীরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার খরমপুর এলাকায়। আক্রান্ত অন্তত পুলিশ ইনচার্জ-সহ ৯ জন।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, খরমপুর এলাকার এক মহিলা শুক্রবার এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে হাসনাবাদ থানার অন্তর্গত মুরারিশা আউটপোস্টে। অভিযোগ পাওয়ামাত্রই তদন্তে নামে পুলিশ। গভীর রাতে খরমপুর এলাকায় ওই অভিযুক্তর বাড়িতে তদন্তে যায় তারা। তখনই বিপত্তি বাঁধে।
[আরও পড়ুন: পড়ুয়াদের বিক্ষোভে সিভিক ভলান্টিয়ারের বাইকের ধাক্কা, প্রতিবাদে বি টি রোড অবরোধ]
অভিযোগ, ধর্ষণে অভিযুক্ত এবং তার সঙ্গীরা পুলিশকে ঘিরে ফেলে লাঠি দিয়ে মারধর করে। মারধরের ফলে মুরারিশাহা আউটপোস্টের ইনচার্জ-সহ মোট ৯ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। এর পর তাঁদেরকে উদ্ধার করে টাকি হাসপাতালে নিয়ে যায় পুলিশ । সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর প্রায় তিন ঘন্টা পর্যবেক্ষণে রেখে ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনায় মোট কুড়ি জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। শনিবার ভোরবেলা খরমপুর এলাকা থেকে দুজন আবদুল রহমান তরফদার ও লুৎফর তরফদার গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে পুলিশকে মারধর, পরিকল্পিত হামলার অভিযোগ রয়েছে। ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। তবে এখনও মূল অভিযুক্ত রাকেশ শেখ ফেরার। তার খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে।