shono
Advertisement

Breaking News

নারায়ণপুরে গলার নলি কেটে খুনের ঘটনায় গ্রেপ্তার ২, এখনও অধরা মূল অভিযুক্ত

বাজেয়াপ্ত ঘটনার দিন ব্যবহৃত স্কুটি।
Posted: 12:37 PM Sep 03, 2023Updated: 12:37 PM Sep 03, 2023

বিধান নস্কর, রাজারহাট: গলার নলি কেটে খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারিতে তৎপর প্রশাসন। গ্রেপ্তার ২ অভিযুক্ত। বাগুইআটি এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করেছে নারায়ণপুর থানার পুলিশ। বাজেয়াপ্ত ঘটনার দিন ব্যবহৃত স্কুটি। তবে মূল অভিযুক্ত এখনও অধরা।

Advertisement

শুক্রবার সন্ধেয় নামাজ পড়তে যাওয়ার সময় শিখেরবাগান এলাকায় বাইকে করে এসে বেশ কয়েকজন দুষ্কৃতি ধারালো অস্ত্র দিয়ে হারু নাল রশিদ নামে এক ব্যক্তির গলার নলি কেটে চম্পট দেয়। তড়িঘড়ি এলাকার বাসিন্দারা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা পথে নেমে আসে। দোষীদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করেন এলাকার বাসিন্দারা। প্রায় এক ঘণ্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তোলেন স্থানীয়রা।

[আরও পড়ুন: ডার্বির টিকিটের ব্যাপক কালোবাজারি! ইস্টবেঙ্গল ক্লাবের কাছ থেকে গ্রেপ্তার ৪ ব্ল্যাকার]

এই ঘটনায় তদন্তে নেমে নারায়ণপুর শিখেরবাগান এলাকার বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করা হয়। এরপর পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে। মহম্মদ মিরাজ ও আলি হোসেনকে বাগুইআটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত মহম্মদ মিরাজ স্কুটি চালিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। আলি হোসেন কোন রাস্তা দিয়ে ঘটনাস্থলে পৌঁছতে হবে, সেই নির্দেশ দিয়েছিল। ধৃতদের রবিবার বারাকপুর আদালতে তোলা হবে। ধৃতদের জেরা করে মূল অভিযুক্তের খোঁজ পাওয়া যাবে বলেই আশা পুলিশের।

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলা: ‘বোকা ভাববেন না, ভুল ধরলে কেঁদে কূল পাবেন না’, CBI-কে ভর্ৎসনা বিচারকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement