shono
Advertisement

Breaking News

টিটাগড়ে জেলফেরত যুবক খুনে গ্রেপ্তার ২, শুটআউটের কারণ নিয়ে জারি ধোঁয়াশা

ধৃতদের জেরা করে জট খুলবে বলেই মনে করছেন তদন্তকারীরা।
Posted: 01:07 PM Nov 09, 2023Updated: 01:07 PM Nov 09, 2023

অর্ণব দাস, বারাকপুর: টিটাগড়ে জেলফেরত যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার ২। ধৃত হোসেন রাজা এবং মহম্মদ কবীর। দুজনেই স্থানীয় বাসিন্দা। তবে ঠিক কী কারণে ওই যুবককে খুন করল তারা, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

বুধবার সন্ধ্যায় টিটাগড় থানার উড়ালপাড়া এলাকায় বাড়ির কাছে মাংসের দোকানে ছিল বছর তেত্রিশের মহম্মদ হাসান ওরফে ছোটকা। ওই মাংসের দোকানেরই কর্মী ছিল সে। অভিযোগ, তখন দুষ্কৃতীরা এসে তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। একটি গুলি তার মাথায় লাগে। চিৎকার করে হুমকি দিতে দিতেই দুষ্কৃতীরা এলাকা ছাড়ে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

[আরও পড়ুন: ‘কাজ করছে না কামারহাটি পুরসভা’, ইডি স্ক্যানারে থাকা পুরপ্রধানকে ‘ধমক’ সৌগতর]

মাদক মামলায় মহম্মদ হাসান ওরফে ছোটকাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কয়েক মাস আগে সে ছাড়া পায়। তাই পুরনো কোনও শত্রুতার জেরে খুন বলেই অনুমান পুলিশের। ধৃতদের জেরা করে জট খুলবে বলেই মনে করছেন তদন্তকারীরা। এদিকে, এলাকার যুবক গুলিবিদ্ধ হওয়ার খবরে উত্তেজনা ছড়ায়। হাসপাতালে জড়ো হন স্থানীয় এবং পরিচিতরা।

[আরও পড়ুন: ‘নিজের লড়াই নিজেকেই লড়তে হবে’, মহুয়াকে বার্তা অভিষেকের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement