shono
Advertisement

নজরে মাধ্যমিক, মুর্শিদাবাদ ও বীরভূমে রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় ‘আপত্তি’ পুলিশের

রাজ্যে বারবার রাহুলের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ অধীরের।
Posted: 10:22 AM Feb 02, 2024Updated: 10:40 AM Feb 02, 2024

নন্দন দত্ত, সিউড়ি: কোচবিহার, মালদহের পর এবার মুর্শিদাবাদ এবং বীরভূম। ফের রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় বাধা দেওয়ার অভিযোগ রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। প্রদেশ কংগ্রেসের অভিযোগ, মাধ্যমিক পরীক্ষার অজুহাত দেখিয়ে রাহুলের রোড শো, সভা এমনকী হাত নাড়িয়ে জনসংযোগেরও অনুমতি দেওয়া হয়নি। শুধু তাই নয়, মুর্শিদাবাদের কান্দিতে আটকে দেওয়া হয়েছে কংগ্রেসের (Congress) যাত্রা। যার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস নেতারা। 

Advertisement

আজ বাংলায় ন্যায় যাত্রার (Bharat Jodo Nyay Yatra) দ্বিতীয় পর্বের শেষদিন। মুর্শিদাবাদের গোকর্ণ থেকে আজ তারাপীঠ হয়ে বীরভূম ঢোকার কথা রাহুলের। সকাল ১১টা নাগাদ রামপুরহাট এবং তারাপীঠের মাঝামাঝা ভারশালা মোড়ে সামান্য বিরতি নেওয়ার কথা তাঁর। তারপর রামপুরহাটের দিল্লি পাবলিক স্কুলে মধ্যাহ্নভোজন সেরে পানাগড়-মোরগ্রাম হাইওয়ে বরাবর মিছিল করে ঝাড়খণ্ড চলে যাওয়ার কথা প্রাক্তন কংগ্রেস সভাপতির। রাস্তায় জনসংযোগ এবং ছোট একটি পথসভা করার কথা ছিল রাহুলের। কিন্তু প্রদেশ কংগ্রেসের অভিযোগ সেই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি।

[আরও পড়ুন: বাজেটে কমল তফসিলি জাতি, উপজাতি সংখ্যালঘুদের বরাদ্দ, কাটছাঁট শিক্ষা ও স্বাস্থ্য খাতেও]

পুলিশ সূত্রের খবর, রাহুলদের (Rahul Gandhi) কোনওরকম সভা, মিছিল বা জনসংযোগের অনুমতি দেওয়া হয়নি। আজ থেকেই রাজ্যে শুরু মাধ্যমিক পরীক্ষা। সেদিকে নজর রেখেই কোনওরকম আইনশৃঙ্খলার অবনতি বা যানজট এড়াতে চাইছে বীরভূম জেলা পুলিশ। পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয়, সেটা নিশ্চিত করতে রাহুল গান্ধীকে কনভয় নিয়ে মিছিল করারও অনুমতি দেওয়া হয়নি। তবে, ছোট কনভয় নিয়ে বীরভূম পেরিয়ে ঝাড়খণ্ড চলে গেলে কোনও আপত্তি করবে না পুলিশ। তবে বেশি গাড়ি নিয়ে মিছিল গেলে এবং যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হলে মিছিলে বাধা দেওয়া হতে পারে।

[আরও পড়ুন: বাজেটে কমল তফসিলি জাতি, উপজাতি সংখ্যালঘুদের বরাদ্দ, কাটছাঁট শিক্ষা ও স্বাস্থ্য খাতেও]

প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) অভিযোগ, বাংলায় পদে পদে এই যাত্রায় বাধা দেওয়া হচ্ছে। রাহুল গান্ধী আর কয়েক ঘণ্টা বাংলায় থাকবেন। অথচ মাধ্যমিকের অজুহাতে পুলিশ অনুমতি দিচ্ছে না। বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি মিল্টন রশিদের অভিযোগ, রাহুলের সূচিতে বীরভূমে একটি জনসভা করার কথা ছিল। কিন্তু মাধ্যমিকের কথা ভেবে সেই জনসভা বাতিল করা হয়েছে। বদলে ভারশালা মোড়ে একটি পথসভা করতে পারেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার