সংগ্রাম সিংহরায় ও শুভদীপ রায়নন্দী: উত্তরকন্যা অভিযানে হিংসা ছড়ানোর অভিযোগ। এবার দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, নিশীথ প্রামাণিক-সহ একাধিক বিজেপি নেতার নামে এফআইআর করল শিলিগুড়ি (Siliguri) পুলিশ। এবিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি বিজেপি নেতারা।
সোমবার বিজেপির উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহার নেয় শিলিগুড়ির তিনবাত্তি মোড়। আচমকা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন যুব মোর্চার কর্মীরা। পুলিশ-বিজেপি কর্মী ধস্তাধস্তিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এলাকায়। বিক্ষোভকারীদের হটাতে প্রথমে টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ। পালটা আঘাত হানে বিজেপি কর্মীরা। জলকামান ছোঁড়ে পুলিশ। দু’পক্ষের আক্রমণ, পালটা আক্রমণে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতির মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন কৈলাস বিজয়বর্গীয়-সহ বিজেপি নেতারা। সেই সময়ই অসুস্থ হয়ে পড়েন উলেন রায় নামে ওই বিজেপি কর্মী সমর্থক। তাঁর বুকে পুলিশের ছোঁড়া রবার বুলেট গেলেছিল বলে অভিযোগ করে গেরুয়া শিবির। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। সেই মৃত্যু নিয়ে টানাপোড়েন এখনও অব্যাহত।
[আরও পড়ুন: মুখ ফিরিয়েছে স্বামী, অধিকারের দাবিতে সন্তান কোলে শ্বশুরবাড়ির সামনে ধরনায় যুবতী]
এই পরিস্থিতিতে উত্তরকন্যা অভিযানে হিংসা ছড়ানোর অভিযোগে কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya), দিলীপ ঘোষ (Dilip Ghosh), নিশীথ প্রামাণিক-সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে ৩০৭ ধারা অর্থাৎ খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে শিলিগুড়ি পুলিশ। উল্লেখ্য, জলপাইগুড়ি আদালতের নির্দেশে সোমবার শিলিগুড়িতে মৃত বিজেপি কর্মীর দেহ আজ ফের ময়নাতদন্ত হবে। ১১ তারিখের মধ্যে ঘটনার সমস্ত তথ্য পেশ করতে হবে জলপাইগুড়ি আদালতে।