সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে প্রতিদিনের ঝামেলা। অতিষ্ট হয়ে উঠেছিলেন স্ত্রী। বাধ্য হয়ে স্বামীর নামে থানায় অভিযোগ দায়ের করতে যান তিনি। অভিযোগ, থানার সামনেই স্ত্রীকে ছুরি দিয়ে কয়েকবার কোপ মারেন স্বামী। যার জেরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি। স্বামীর নামে স্বতপ্রণোদিত অভিযোগ দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে কর্নাটকের হাসন জেলায়। মৃত মহিলার নাম মমতা। অভিযুক্ত স্বামী লোকনাথ পুলিশকর্মী। সোমবার মমতা পুলিশে অভিযোগ জানাতে এলে তাঁকে কয়েকবার ছুড়ি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। মমতাদেবী রক্তাক্ত অবস্থায় থানায় এলে তাঁকে হাসপাতালে নিয়ে যান পুলিশকর্মীরা। অতিরিক্ত রক্তক্ষরণে পথেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।পুলিশ জানিয়ে, এই দম্পতির দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। তার জেরেই এই কাণ্ড।
[আরও পড়ুন: মুসলিম গরু পাচারকারী সন্দেহে ২ লেবু ব্যবসায়ীকে বেধড়ক মার গোরক্ষকদের]
পুলিশ সুপার মহম্মদ সুজিত এমএস বলেন, "ওই দম্পতির পারিবারিক ঝামেলা ছিল। মৃত মহিলা এসপি অফিসে অভিযোগ দায়ের করতে এলে, থানা চত্বরেই তাঁর স্বামী ছুরি দিয়ে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় ওই মহিলা থানায় আসেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত বলে জানান। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে।"