shono
Advertisement

সাধারণ মানুষকে ছেড়ে ভিআইপিদের নিরাপত্তা দিতেই উৎসাহী পুলিশ?

সাধারণ মানুষ ও ভিআইপিদের পুলিশি নিরাপত্তার ফারাকটা দেখলে চমকে যাবেন! The post সাধারণ মানুষকে ছেড়ে ভিআইপিদের নিরাপত্তা দিতেই উৎসাহী পুলিশ? appeared first on Sangbad Pratidin.
Posted: 09:18 PM Sep 18, 2017Updated: 03:48 PM Sep 18, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই গাড়িতে ‘লালবাতি’-র ব্যবহার নিয়ে আপত্তি তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশ থেকে ‘ভিআইপি’ সংস্কৃতিই তুলে দিতে চাইছেন তিনি। বলেছিলন, ‘সাধারণ মানুষরাই দেশের ভিআইপি।’ কিন্তু জানেন কি, এ দেশে প্রতিটি সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বে থাকেন কতজন পুলিশ কর্মী? না, মাথাপিছু একজন তো অবশ্যই নয়। প্রত্যেক ৬৬৩ জন মানুষের নিরাপত্তার দায়িত্বে থাকেন একজন পুলিশ কর্মী। সেখানে একজন ভিআইপি-র নিরাপত্তার দায়িত্বে থাকেন তিন জন পুলিশ কর্মী।

Advertisement

[দিল্লি থেকে গ্রেপ্তার আল কায়দা জঙ্গি, উদ্ধার বাংলাদেশি সিম কার্ড]

সম্প্রতি দেশের জনসংখ্যার নিরিখে মোট পুলিশকর্মীর সংখ্যার একটি তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। সেখানেই সামনে এসেছে এই চমকপ্রদ তথ্য। সেখানে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতে এখন মোট পুলিশকর্মীর সংখ্যা ১৯.২৬ লক্ষ। এর মধ্যে ৫৬ হাজার ৯৪৪ জন ২৯টি রাজ্য ও ৬টি কেন্দ্র শাসিত অঞ্চলে মোট ২০ হাজার ৮২৮ জন ভিআইপি-র দায়িত্বে রয়েছেন। অর্থাৎ প্রতি ভিআইপি-র দায়িত্ব থাকেন গড়ে ২.৭৩ জন পুলিশকর্মী। বাকি ১৯ লক্ষ পুলিশ কর্মী থাকেন দেশের ১০০ কোটি জনগণের নিরপত্তার দায়িত্বে। অর্থাৎ প্রত্যেক ৬৬৩ জন মানুষের নিরাপত্তার দায়িত্বে থাকেন একজন পুলিশ কর্মী।

[জন্মদিনে ৬৮ পয়সার চেক উপহার পেলেন মোদি!]

রাজ্যগুলির মধ্যে সবার উপরে রয়েছে বিহারের নাম। সেখানে ৩২০০ ভিআইপি-র নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৬ হাজার ২৪৮ জন পুলিশকর্মী। এরপরই রয়েছে পশ্চিমবঙ্গের স্থান। এখানে ২২০৭ জন ভিআইপি-র নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৪ হাজার ২৩৩ জন পুলিশকর্মী। তৃতীয় স্থানে রয়েছে জম্মু-কাশ্মীর। সেখানে ২০৭৫ জন ভিআইপি-র নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৪ হাজার ৪৯৯ জন পুলিশকর্মী। যোগী আদিত্যনাথের রাজ্যে ১৯০১ জন ভিআইপি-র নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৪ হাজার ৬৮১ জন পুলিশকর্মী। তবে দিল্লিতে মাত্র ৪৮৯ জন ভিআইপি ব্যক্তির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৭ হাজার ৪২০ জন। তবে লাক্ষাদ্বীপ-ই হল দেশের মধ্যে এমন একটি স্থান যেখানে কাউকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয় না।

The post সাধারণ মানুষকে ছেড়ে ভিআইপিদের নিরাপত্তা দিতেই উৎসাহী পুলিশ? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার