shono
Advertisement
Noapara

হেলমেট ছাড়া বাইক চালানোর প্রতিবাদ, মদ্যপ যুবকদের হাতে 'আক্রান্ত' পুলিশ

এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Sayani SenPosted: 04:10 PM Aug 01, 2024Updated: 04:10 PM Aug 01, 2024

অর্ণব দাস, বারাকপুর: হেলমেট ছাড়া বাইক চালানোর প্রতিবাদ করায় মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত পুলিশ। উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া থানার শ্যামনগর পিনকল মোড়ে ব্যাপক চাঞ্চল্য। এই ঘটনায় অভিযুক্ত আরমান শেখ ও অঙ্কিত শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

ধৃত আরমান বাসুদেবপুর থানার ২২ নম্বর রেলগেট এলাকার বাসিন্দা। অঙ্কিতের বাড়ি জগদ্দল থানার শ্যামনগর গর্ভনমেন্ট কোয়ার্টার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাকা চেকিং চলার সময় কর্তব্যরত পুলিশ অফিসার একটি বাইক আটকায়। ওই বাইকে দুই মত্ত আরোহী ছিল। অভিযোগ, মত্ত দুই যুবক কর্তব্যরত এএসআই বিশ্বনাথ সর্দার-সহ দুজন পুলিশকর্মী এবং পুলিশের গাড়ির চালককে মারধর করে। ঘটনাস্থলে পৌঁছয় নোয়াপাড়া থানার গুন্ডাদমন শাখার পুলিশ।

[আরও পড়ুন: টিকিট চেকার থেকে অলিম্পিকে পদক, ধোনির পদাঙ্ক অনুসরণ করেই সাফল্য স্বপ্নিলের]

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মত্ত দুই যুবককে আটক করে। পুলিশের দাবি, হেলমেট না থাকায় আরমানকে আটকানো হয়। তখন আরমান অঙ্কিতকে ফোন করে জানায়। বারাকপুর থেকে বাসে করে পিনকল মোড়ে পৌঁছয় অঙ্কিত। উভয়পক্ষের মধ্যে জোর বচসা বাঁধে। সেই সময় তারা কর্তব্যরত পুলিশকে মারধর করে বলেই অভিযোগ। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।

[আরও পড়ুন: বিধানসভায় শুভেন্দুর ঘরে দিলীপ ঘোষ, মিষ্টিমুখে কাটল শৈত্য?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হেলমেট ছাড়া বাইক চালানোর প্রতিবাদ করায় মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত পুলিশ।
  • উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া থানার শ্যামনগর পিনকল মোড়ে ব্যাপক চাঞ্চল্য।
  • এই ঘটনায় অভিযুক্ত আরমান শেখ ও অঙ্কিত শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement