সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু ভাই-বোন না, রাখি সম্পর্কের সুতোয় বাধে দু’টি মানুষকে। সেকথা মাথায় রেখেই নিজের কোচিং সেন্টারে রাখিবন্ধন উৎসবের আয়োজন করেছিলেন অনলাইন কোচিংয়ের জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir)। সেখানেই চমৎকার কাণ্ড ঘটল। বুধবার বিভিন্ন ব্যাচের প্রায় ১০ হাজার পড়ুয়া একত্র হয়েছিলেন। যাঁদের মধ্যে ৭ হাজার ছাত্রী ‘খ্যান স্যর’কে রাখি পরান। জনপ্রিয় শিক্ষকের দাবি, এমন ঘটনা আগে ঘটেনি, সম্ভবত রাখি পরায় বিশ্বরেকর্ড করেছেন তিনি।
ভয়ংকর ভিড়ের কারণে সব ছাত্রীর পক্ষে শিক্ষককে রাখি পরানো সম্ভব হচ্ছিল না। যদিও খ্যান স্যর উদ্যোগী হতেই একে একে ৭ হাজার ছাত্রী তাঁকে রাখি পরাতে সক্ষম হন। জানা গিয়েছে, প্রায় আড়াই ঘণ্টা রাখি বাঁধার পর্ব চলে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে শিক্ষক জানান, তাঁর নিজের বোন নেই। ছাত্রীদের নিজের বোন বলে মনে করেন। আরও জানান, প্রত্যেক বছর রাখি বন্ধন উৎসবের আয়োজন করেন। তাঁর মতো এত রাখি গোটা বিশ্বের আর কাউকে পরেন না।
[আরও পড়ুন: প্রয়াত ‘বউদিমণির কাগজওয়ালা’ খ্যাত গীতিকার কিংশুক চট্টোপাধ্যায়, বন্ধুকে হারিয়ে কী বললেন রূপঙ্কর?]
রাখি বন্ধনের দিনে খান স্যরের যে ছবি প্রকাশ্যে এসেছে, তা বাস্তবিক চমকে দেওয়া। দেখা গিয়েছে, তাঁর ডান হাতের পুরোটাই ঢেকে গিয়েছে রাখিতে। অনুষ্ঠানে উপস্থিত পড়ুয়ারা খান স্যার বিশ্বের সেরা শিক্ষক, গুরু এবং দাদা হিসেবে অভিনন্দন জানান। তাঁদের বক্তব্য, স্যরের চেয়ে ভাল দাদা আর নেই।