shono
Advertisement

Breaking News

‘একজন শীঘ্রই মার খাবে’, কোন নায়ককে সতর্ক করলেন পরীমণি?

শরিফুল রাজকে ডিভোর্সের নোটিস পাঠিয়েছেন পরীমণি।
Posted: 05:33 PM Oct 12, 2023Updated: 05:33 PM Oct 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরিফুল রাজকে ডিভোর্সের নোটিস পাঠিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী পরীমণি। তার পর থেকেই পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে যেন আরও হইচই শুরু হয়ে গেল। তবে আগের মতো সব বিতর্ক, সমালোচনাকে এক পাশে রেখে দিলেন অভিনেত্রী। বরং সতর্ক করলেন ইন্ডাস্ট্রিক এক নায়ককে। নিন্দুকরা বলছে, আকার-ইঙ্গিতে শরিফুল রাজকেই সতর্ক করলেন তিনি।

Advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’। এই সিরিজের প্রচারেই আপাতত ব্যস্ত রয়েছেন পরীমণি। ওপার বাংলার এক সংবাদমাধ্য়মে প্রশ্নের উত্তরে বলেছেন, ”আছে এক জন, যে খুব শীঘ্রই মার খাবে। কিন্তু তাঁর নাম বলে দিলে তো তিনি সতর্ক হয়ে যাবেন। তাই কারও সামনে বলব না।”

[আরও পড়ুন: ‘বাঘা যতীন’-এ সুপারস্টার দেবের নায়িকা, ভয় বেশি না আনন্দ? জানালেন সৃজা দত্ত]

২০২১ সালের অক্টোবর মাসে সবাইকে চমকে দিয়ে রাজের সঙ্গে বিয়ে করেন পরীমণি। সেই সময় অন্তঃসত্ত্বাও ছিলেন অভিনেত্রী। নানা সময়ে রাজের সঙ্গে ছবি শেয়ার করে প্রেম উজাড় করতে দেখা গিয়েছিল তাঁকে। ২০২২ সালের আগস্ট মাসে পুত্র সন্তানের মাও হন তিনি। ভালোই চলছিল সংসার। তবে ফের পরীমণির জীবনে ঝড়। ফের ভাঙল অভিনেত্রীর ঘর।

পরীমণির জীবনে ঝড়ের যেন শেষ নয়। মাদক বিতর্ক থেকে বেরিয়ে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সুখের সংসার শুরু করেছিলেন। কোল জুড়ে রয়েছে ছোট্ট সন্তান রাজ্য। তারই মাঝে যেন ফের কপাল পুড়ল বাংলাদেশের এই বিতর্কিত অভিনেত্রীর। এর আগেও বাংলাদেশের এক সংবাদ মাধ্যমে পরীমণি জানিয়েছিলেন, ”২৪ ঘণ্টার মধ্য়ে রাজের সঙ্গে ডিভোর্স চাই। রাজ যেন আমাকে ডিভোর্স দেয়। আমি রাজের স্ত্রী নয়, বরং রাজ্যর মা হয়ে বেঁচে থাকতে চাই। এই পরিচয়টাই একমাত্র সত্য। ”

[আরও পড়ুন: ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়বেন সন্দীপ্তা সেন, কী কী হবে বিয়েতে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement