shono
Advertisement

Coronavirus Update: সুস্থ হচ্ছে বাংলা, ২ শতাংশের নিচে নামল রাজ্যের করোনা পজিটিভিটি রেট

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে বাংলায়।
Posted: 06:45 PM Feb 08, 2022Updated: 06:57 PM Feb 08, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে বাংলায়। মৃতের সংখ্যাও তিরিশের উপরে। তবে একধাক্কায় অনেকটা কমে ২ শতাংশের নিচে নামল পজিটিভিটি রেট।

Advertisement

স্বাস্থ্যদপ্তরের মঙ্গলবার সন্ধের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭৩৬ জন। মৃত্যু হয়েছে ৩২ জনের। সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। সেখানে গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ১০৮ জন। তবে অন্যান্য জেলায় সংক্রমিতের সংখ্যা ১০০-এর নিচেই। এদিন রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৭ হাজার ২৪৯ জন।

[আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়া পড়ুয়াদের পালটা, ‘আল্লাহু আকবর’ সুর চড়ালেন মুসলিম ছাত্রী]

সোমবার রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছিল ২৪,৭৮৬। তার মধ্যে ২.৫৯ শতাংশ নমুনা পজিটিভ এসেছিল। সেই তুলনায় মঙ্গলবার রাজ্যে করোনা পরীক্ষা অনেকটাই বেড়েছে। একদিনে ৩৯ হাজার ৩৪৭ টি নমুনা পরীক্ষা হয়। তার মধ্যে ১.৮৭ শতাংশ নমুনা করোনা পজিটিভি এসেছে। এই রিপোর্ট দেখে কিছুটা হলেও স্বস্তিতে রাজ্যের চিকিৎসক মহল। 

এদিকে বাংলায় সুস্থতার হারও বাড়ছে। একদিনে করোনার (Coronavirus) কবলমুক্ত হয়েছেন ১৫৫৯ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.১৬ শতাংশ। ইতিমধ্যে রাজ্যে করোনা জয় করেছে ১৯ লক্ষ ৭০ হাজারের কিছু বেশি।

এত স্বস্তির মধ্যেও চোখ রাঙাচ্ছে করোনায় মৃতের সংখ্যা। গত কয়েক সপ্তাহ যাবত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা তিরিশের আশপাশে ঘোরাফেরা করছে। সোমবার সংখ্যাটা তিরিশের নিচে নেমেছিল। এদিন ফের মৃত্যু বেড়েছে। একদিনে করোনায় রাজ্যে প্রাণ হারিয়েছেন ৩২ জন। সর্বোচ্চ মৃত্যু হয়েছে পশ্চিম বর্ধমানে (৯)। তার পরেই রয়েছে কলকাতা (৫)। তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (৪)। সবমিলিয়ে এদিন রাজ্যে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৮৮৪ জন। 

[আরও পড়ুন: মেয়ে হয়ে জন্মানোই কাল! পুরশুড়ায় বাবার মারে প্রাণ গেল একরত্তির]

রাজ্যে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি কোভিড বিধিনিষেধ। রাত ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি নাইট কারফিউ। সামনেই রয়েছে পুরনির্বাচন। তাতে ভারচুয়াল প্রচারেই বেশি জোর দিয়েছে নির্বাচন কমিশন। আর এই ভোটকে কেন্দ্র করে যাতে রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ মাথাচাড়া দিয়ে না ওঠে, তার জন্য যথেষ্ট কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। তার সুফলও মিলছে। নিম্নমুখী পজিটিভিটি রেটই তার উদাহরণ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement